বেঙ্গালুরু, 16 ফেব্রুয়ারি : বেঙ্গালুরুর একটি হাউসিং কমপ্লেক্সে একসঙ্গে 103 জন কোরোনায় আক্রান্ত ৷ যার জেরে পুরো হাউসিং কমপ্লেক্সটিকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করল কর্নাটক সরকার ৷ বেঙ্গালুরু প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিশাল সংক্রমণের রিপোর্ট এসেছে ওই হাউসিং কমপ্লেক্সে দু’টি বিয়ের অনুষ্ঠানের পরেই ৷
ঘটনাটি দক্ষিণ বেঙ্গালুরুর বেলিখালির একটি অ্যাপার্টমেন্টের ৷ জেলা প্রশাসনের তরফে গত সপ্তাহে সেখানে কোরোনা পরীক্ষা করা হয় ৷ আর তাতেই এই 103 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ প্রসঙ্গত, ওই কমপ্লেক্সে গত কয়েকদিনে প্রায় 24 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তারপরেই গণ পরীক্ষা করানো হয় প্রশাসনের তরফে ৷ আর তাতেই সংক্রমণের ঘটনা সামনে আসে ৷