পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Meeting in Congress : সোনিয়ার সঙ্গে গুলাম নবির বৈঠক শেষে দূরত্ব কমার ইঙ্গিত - question araised on congress leadership

পাঁচ রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলাফলের পর কংগ্রেসের অন্দরেই দলের নেতৃত্ব (question araised on congress leadership) নিয়ে প্রশ্ন উঠেছিল ৷

sonia gandhi meeting
সোনিয়ার সঙ্গে গুলাম নবির বৈঠকে দূরত্ব কমার ইঙ্গিতনবির, দূরত্ব কমার ইঙ্গিত

By

Published : Mar 18, 2022, 8:29 PM IST

Updated : Mar 18, 2022, 10:33 PM IST

নয়াদিল্লি, 18 মার্চ : তবে কি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে দূরত্ব কমতে চলেছে দলের 'বিক্ষুব্ধ' গোষ্ঠীর ? শুক্রবার বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির (Congress President Sonia Gandhi) বৈঠকের পর এমনই ইঙ্গিত মিলেছে ৷

শুক্রবার 10 জনপথে সোনিয়ার সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের 'বিক্ষুব্ধ জি-23' গোষ্ঠীর অন্যতম মুখ গুলাম নবি আজাদ বলেন (Gulam Nabi Azad meets Sonia Gandhi), "দলের নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্নই নেই ৷ কংগ্রেসের সব সদস্যই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া গান্ধিই দলের সভাপতি পদে থাকবেন ৷ আগামী নির্বাচনে সংঘবদ্ধভাবে লড়ার বিষয়েও আলোচনা হয়েছে দলে ৷ "

আরও পড়ুন : 'দ্য কাশ্মীর ফাইলস’ দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের চেষ্টা, মত কাশ্মীরি পণ্ডিতদের

কংগ্রেস সভানেত্রীর সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের পর এদিন গুলাম নবি আজাদ আরও জানান, দলের কেউ চান না সোনিয়া গান্ধি দলের সভানেত্রী পদ থেকে পদত্যাগ করুন ৷ তাঁর কথায়, "আমাদের কিছু পরামর্শ দেওয়ার ছিল, সেই পরামর্শ তাঁকে দেওয়া হয়েছে ৷ " কী কারণে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফল হয়েছে, সেই কারণগুলি নিয়ে ওয়ার্কিং কমিটির সদস্যদের থেকে সোনিয়া গান্ধি পরামর্শ চেয়েছেন বলেন জানিয়েছেন আজাদ ৷

Last Updated : Mar 18, 2022, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details