নয়াদিল্লি, 18 মার্চ : তবে কি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে দূরত্ব কমতে চলেছে দলের 'বিক্ষুব্ধ' গোষ্ঠীর ? শুক্রবার বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির (Congress President Sonia Gandhi) বৈঠকের পর এমনই ইঙ্গিত মিলেছে ৷
শুক্রবার 10 জনপথে সোনিয়ার সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের 'বিক্ষুব্ধ জি-23' গোষ্ঠীর অন্যতম মুখ গুলাম নবি আজাদ বলেন (Gulam Nabi Azad meets Sonia Gandhi), "দলের নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্নই নেই ৷ কংগ্রেসের সব সদস্যই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া গান্ধিই দলের সভাপতি পদে থাকবেন ৷ আগামী নির্বাচনে সংঘবদ্ধভাবে লড়ার বিষয়েও আলোচনা হয়েছে দলে ৷ "