মুম্বই, 21 জুন : ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) কি 2024 লোকসভা নির্বাচনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনীতির আঙিনায় ৷ পিকে-র সঙ্গে কথা বলার পরই বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠকের (Opposition Meet) ডাক দিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) ৷ তিনি ছাড়াও বিভিন্ন দলের কাছে এই বৈঠকের জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা, যিনি বঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে জোরালো টক্কর দিতে আগামিকালের বৈঠক থেকেই বিরোধীদের ঐক্যবদ্ধ করার কাজ প্রক্রিয়া শুরু হবে বলে জল্পনা শুরু হয়েছে ৷
যশবন্ত সিনহার রাষ্ট্রীয় মঞ্চের তরফে আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, "শরদ পাওয়ারজি ও শ্রী যশবন্ত সিনহা জি বর্তমান জাতীয় পরিস্থিতি নিয়ে একটি আলোচনাচক্রের নেতৃত্ব দেবেন ৷ যশবন্ত সিনহা সেই বৈঠকে আপনাদের উপস্থিতি ও অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ৷"
আরও পড়ুন:মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা
আজ দিল্লিতে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে ফের বৈঠক করেন শরদ পাওয়ার ৷ গত 2 সপ্তাহে এই নিয়ে দু বার বৈঠক করেন তাঁরা ৷ এর আগে গত 11 জুন শরদ পাওয়ারের মুম্বইয়ের বাড়িতে তাঁর সঙ্গে প্রশান্ত কিশোরের প্রায় ঘণ্টা তিনেক আলোচনা হয় ৷ আজ দিল্লিতে তাঁদের বৈঠকের পরই বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয় ৷ এই গতিবিধিকে এনডিএ-র বিরুদ্ধে লড়াই জোরদার করতে 'মিশন 2024'-এর পরিকল্পনা বলেই ধরে নিয়েছে রাজনৈতিক মহল ৷