পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাড়ে চার মাস পরে করোনায় মৃত্যুশূন্য দিল্লি - Delhi

গত 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে সংক্রমিত হয়েছেন 51 জন ৷ সংক্রমিতের হার 0.07 শতাংশ ৷ এখনও অবধি দিল্লিতে মোট সংক্রমিত 14 লাখ 35 হাজার 529 জন ৷

s
s

By

Published : Jul 18, 2021, 10:05 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই : কয়েক মাস আগে যে শহরের মৃত্যুমিছিলে আতঙ্কিত হয়েছিল গোটা দেশ, করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যে সেই রাজধানীতে সুখবর ৷ সাড়ে চার মাস পর দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা শূন্য ৷ শেষবার 2 মার্চ দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা ছিল শূন্য ৷

গত 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে সংক্রমিত হয়েছেন 51 জন ৷ সংক্রমিতের হার 0.07 শতাংশ ৷ এখনও অবধি দিল্লিতে মোট সংক্রমিত 14 লাখ 35 হাজার 529 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 592 ৷ মোট মৃতের সংখ্যা 25 হাজার 24 ৷ মৃতের হার 1.74 শতাংশ ৷

রাজধানীতে গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 80 জন ৷ গত 24 ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 71 হাজার 546টি ৷ এখনও অবধি মোট করোনা পরীক্ষা হয়েছে 2 কোটি 27 লাখ 96 হাজার 703টি ৷

আরও পড়ুন: রাজ্য়ে কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

এর আগে দিল্লিতে 10 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি ও 2 মার্চ করোনায় মৃতের সংখ্যা ছিল শূন্য ৷ নতুন করে গত 24 ঘণ্টাতেও একজনেরও মৃত্যু হল না দেশের রাজধানী শহরে ৷ সাম্প্রতিককালে 12 জুলাইতে সবচেয়ে কম করোনা সংক্রমণ হয় দিল্লিতে ৷ ওই দিন সংক্রমিতের সংখ্যা ছিল 45 ৷

ABOUT THE AUTHOR

...view details