নয়াদিল্লি, 11 ডিসেম্বর:লোকসভার পর রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হল জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল 2023 ৷ এর আগে রাজ্যসভায় বিল পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জানান, এক দেশে দুই প্রধান, দুই পৃথক নিশান এবং দুই সংবিধান থাকবে না ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীরের উপর থেকে 370 ধারা বিলোপের উপর বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কংগ্রেস সাংসদের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার প্রসঙ্গও টেনে আনেন অমিত শাহ ৷ এরপরই অবশ্য রাজ্যসভা থেকে ওয়াক-আউট করেন কংগ্রেস সাংসদরা ৷ ফলে বিরোধীশূন্য সংসদের উচ্চকক্ষে পাশ হয় জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিল দু'টি ৷
এদিন জম্মু ও কাশ্মীর রিজার্ভেশন (সংশোধন) বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল 2023 পেশ করে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, পাঁচ দিন ধরে কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়ি, অফিস, গুদাম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলেও 'ইন্ডিয়া' জোটের কোনও দল মুখ খোলেনি ৷ তিনি কটাক্ষের সুরে বলেন, "টাকা গোনার মেশিন গরম হয়ে যাচ্ছে টাকা গুনতে গুনতে ৷ তারপরও অহংকারি জোটের তরফে এই ঘটনায় কোনও মন্তব্য করা হয়নি ৷ কিন্তু এরা (কংগ্রেস সাংসদরা) শুনবেন না ৷ ওয়াক আউট করবে ৷" একই সঙ্গে অমিত শাহ বলেন, "আগে জম্মুতে 37টি আসন ছিল, এখন নতুন সীমানা কমিশনের পরে 43টি আসন রয়েছে। আগে কাশ্মীরে 46টি, এখন 47টি এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে 24টি আসন সংরক্ষিত হয়েছে ৷ যেহেতু পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) আমাদের ৷"