শ্রীনগর, 27 জুন : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে 24 জুন বৈঠকের পরই এবার কার্গিলের নেতাদের আমন্ত্রণ জানাল কেন্দ্রীয় সরকার ৷ আগামী 1 জুলাই লাদাখের দ্বিতীয় বৃহত্তম এই শহরের নেতাদের আলোচনায় যোগ দিতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ৷
প্রবীণ কংগ্রেস নেতা আসঘর কারবালাই ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "1 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডির সঙ্গে একটি বৈঠকের আমন্ত্রণ পেয়েছি ৷ কার্গিলের সব নেতা এই বৈঠকে উপস্থিত থাকবেন ৷" তবে শুধুমাত্র কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকেই ডাকা হয়েছে এই বৈঠকে, জানান তিনি ৷ কেন্দ্রের সঙ্গে এই আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "370 আর 35এ-র পুনরুদ্ধার করে লাদাখকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হবে ৷"