জুনাগড়, 9 নভেম্বর: জুনাগড় নবাবি শাসন থেকে মুক্ত হয় 1947 সালে 9 নভেম্বর । এর পর জুনাগড়ের জনগণকে সিদ্ধান্ত নিতে হত যে তারা ভারতে যোগ দিতে চায় নাকি পাকিস্তানে । এই সমস্যার সমাধান করেছিলেন ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল । তিনি জুনাগড়ের জনগণের জন্য একটি গণভোটের আয়োজন করেন যাতে ভবিষ্যতে কোনও বিরোধ সৃষ্টি না হয় । আর সেটাই ছিল ভারতে প্রথম কোনও ভোট ৷
1947 সালের এই দিনে জুনাগড় নবাবি শাসন থেকে মুক্ত হয়: 1947 সালের 15 অগস্ট ভারত স্বাধীন হয় ৷ এই দিনে জুনাগড়ের নবাব জুনাগড়কে পাকিস্তানের সঙ্গে এক করে সবাইকে অবাক করে দিয়েছিলেন । নবাবের এই ঘোষণার পর সর্দার প্যাটেল এবং আরজি সরকারের সৈন্যরা জুনাগড়ের মুক্তির জন্য একটি আন্দোলন শুরু করে । ওই আন্দোলনে শমলদাস গান্ধি ও সর্দার প্যাটেলের নেতৃত্বে আরজি সরকারের যোদ্ধারা সাফল্য পান । এই সাফল্যের ফলস্বরূপ জুনাগড় 1947 সালের 9 নভেম্বর স্বাধীন হয় ।
গণভোটের প্রস্তুতি: জুনাগড়ের জনগণের গণভোট পরিচালনার জন্য 1948 সালের 20 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । জুনাগড়ের পাশাপাশি মঙ্গরোল, মানভাদর, বাটোয়া, সর্দারগড় এবং বাবরিয়াওয়াদের মানুষও ভোট দেন । এই ভোটের জন্য নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয় সিবি নাগরেকরকে৷ বিভিন্ন স্থানে পোলিং বুথ তৈরি করা হয় । যেখানে একটি বিশেষ ধরনের ভোটকেন্দ্রও তৈরি করা হয় ৷