নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: জি20 শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সমাপ্তির পর এ বার রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে অংশ নিতে প্রস্তুত ভারত ৷ বক্তাদের সর্বশেষ অস্থায়ী তালিকা অনুসারে, 19 থেকে 26 সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিদেশমন্ত্রী এস জয়শংকর ভারতের প্রতিনিধিত্ব করবেন ৷
ইটিভি ভারতের সঙ্গে আলোচনায় দেশের প্রাক্তন রাষ্ট্রদূত জিতেন্দ্র ত্রিপাঠী বলেন, "এখন যেহেতু ভারত সফলভাবে জি20 আয়োজন করেছে, তাই বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে ৷ মহিলাদের ক্ষমতায়ন-সহ এসডিজি সমঝোতা, অচিরাচরিত শক্তিতে রূপান্তর নিয়ে আলোচনার বিষয়ে জি20 থেকে নতুন আস্থা অর্জন করা গিয়েছে ৷ কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করে ভারত এই জাতীয় সমস্যাগুলিকে মোকাবিলা করার জন্য নতুন জোর পেয়েছে ৷ এর ফলে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারত আরও দৃপ্তভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবে, কারণ এখন আমাদের কণ্ঠস্বর শুধুমাত্র গুরুত্ব সহকারে শোনা হচ্ছে এমনটা নয়, বরং তাতে সম্মতও হচ্ছে সবাই ।"
ত্রিপাঠী আরও বলেন, ইউএনজিএ-তে ভারত অবশ্যই জলবায়ু এবং সবুজ শক্তির পরিবর্তনের জন্য 100 বিলিয়ন ডলারের তহবিল প্রতিষ্ঠার জন্য ধনী দেশগুলির অবদান বা উন্নয়নের উপর জোর দেবে ৷ 10 বছর আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পরিবর্তনের উপর বিশেষ জোর দেওয়া হবে ৷