নয়াদিল্লি, 21 জুলাই: ফ্রান্সের পর শ্রীলঙ্কা । ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই এবার চালু হবে শ্রীলঙ্কাতেও । ফ্রান্সের পর দ্বিতীয় দেশ শ্রীলঙ্কা যেখানে ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস চালু হল । ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে । আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার সাহায্যে সবসময় হাত বাড়িয়েছে পড়শি ভারত। এবার শ্রীলঙ্কারয় ইউপিআই সিস্টেম কার্যকর করে বন্ধুত্বের পথে আরও এগিয়ে গেল দুই দেশ, মনে করা হচ্ছে তেমনটাই।
শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউজে দুই রাষ্ট্রনেতা বৈঠকের পর জানান, এবার ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই শ্রীলঙ্কায় কার্যকর হবে । এই মাসের শুরুতে ফ্রান্স সফরে গিয়ে সেখানে ইউপিআই কার্যকর করেন মোদি । শুরুটা হয়েছে প্যারিসের অন্যতম আকর্ষণ আইফেল টাওয়ার দিয়ে । ইউপিআই নিয়ে মোদি জানিয়েছিলেন, এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম ভারতের বাইরে ক্রমশ ছড়িয়ে পড়বে । সেভাবেই ধীরে ধীরে বিদেশে ইউপিআই ছড়িয়ে পড়ছে। ফ্রান্স দিয়ে শুরু, শ্রীলঙ্কা হয়ে ক্রমশ এর পথ প্রশস্ত হবে বলেই জানাচ্ছে দিল্লি ।