কানপুর, 10 মার্চ : উত্তর প্রদেশের কানপুরে একটি হাসপাতালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ যে ব্যক্তি দুর্ঘটনায় মারা গিয়েছেন, তিনি তাঁর মেয়েকে নিয়ে ওই হাসপাতালে গিয়েছিলেন ৷ স্থানীয়দের থেকে জানা গিয়েছে যে দু’দিন আগে 13 বছরের ওই মেয়েটিকে তিন যুবক ধর্ষণ করে ৷ সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছিল ৷
তাই এই ঘটনা নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে বুধবার সকাল থেকে ৷ কারণ, মেয়েটির পরিবারের অভিযোগ যে পুলিশে ধর্ষণের অভিযোগ জানানোর পর থেকেই এই নিয়ে তাদের হুমকি দেওয়া হচ্ছিল ৷ তাই এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ মেয়েটির পরিবার ৷
যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে দু’জন দীপু যাদব ও সৌরভ যাদব ৷ এই দু’জনের বাবা কানপুর থেকে 100 কিলোমিটার দূরের কনৌজ জেলার একটি থানায় সাব-ইনস্পেক্টর হিসেবে কাজ করেন ৷ সেই সূত্রেই হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ এই ঘটনায় তৃতীয় অভিযুক্তের নাম গোলু যাদব ৷ তাকে পুলিশ গ্রেফতার করেছে ৷