চিক্কামাগালুরু (কর্ণাটক), 9 মার্চ: অ্যাম্বুলেন্সের অভাবে একদিন হারিয়েছিলেন বাবাকে ৷ এখন নিজেই অ্যাম্বুলেন্স কিনে দুঃস্থদের পরিষেবা দিচ্ছেন ছেলে (After father death man buys ambulance in his name) ৷ কর্ণাটকের চিক্কামাগালুরু জেলার কাদুরু শহরের বাসিন্দা মঞ্জুনাথ ৷ তিনিই দৃষ্টান্তমূলক এই উদ্যোগ গ্রহণ করেছেন ৷ যিনি রাস্তার ধারে একটি ক্যান্টিন চালান ৷ সেই রুজি-রুটি থেকে টাকা জমিয়েই কিনেছেন অ্যাম্বুলেন্স ৷
নিজের শহরে পর্যাপ্ত নেই অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ তাই মানুষকে বিনামূল্যে পরিষেবা দিতে মঞ্জুনাথের এই মহৎ উদ্যোগ। তাঁর বাবা কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন । চিকিৎসার জন্য অনেক হাসপাতালে ঘুরলেও সঠিক চিকিৎসা পাননি। এরপর একদিন হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু শহরে যথাযথ অ্যাম্বুলেন্স ব্যবস্থা না-থাকায় সময়মতো চিকিৎসার অভাবে প্রাণ হারান মঞ্জুনাথের বাবা।
শহরে অ্যাম্বুলেন্স সংকট ব্যথিত করে তাঁকে ৷ বাবার মতো আর যাতে কারও প্রাণ না-যায় সেই পণ নেন তিনি ৷ যেই ভাবনা সেই কাজ ৷ বাবার মৃত্যুর কয়েকবছর পর নিজে পরিশ্রম করে 5 লক্ষ টাকায় কিনে ফেলেন গাড়ি ৷ এরপর মানুষের কথা ভেবে বাবার নামে সেটিতে সেবাযান পরিষেবা দেন মঞ্জুনাথ। এখন সেই অ্যাম্বুলেন্সটি শহরের মানুষকে দিনরাত এক করে পরিষেবা দিচ্ছে । এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্যান্টিন মানজান্না ওরফে মঞ্জুনাথ ।