পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে ভোট পরবর্তী হিংসার বলি 3, অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার

MP post poll violence: মধ্যপ্রদেশের শিবপুরীর গ্রামে ভোট পরবর্তী হিংসার বলি হলেন তিন জন ৷ এই ঘটনায় অভিযুক্তদের চারটি বাড়ি বুলডোজার দিয়ো গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৷

MP post poll violence
অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 3:16 PM IST

Updated : Nov 19, 2023, 3:45 PM IST

শিবপুরী (মধ্যপ্রদেশ), 19 নভেম্বর: 17 নভেম্বর শিবপুরী জেলার চকরামপুর গ্রামে ভোট পরবর্তী হিংসায় 3 জনের মৃত্যুর পরে জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অভিযুক্তদের 4টি ঘর । দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভের জেরে তৎপর হয় পুলিশ ও প্রশাসন ৷

শুক্রবার ভোটের পর কুশওয়াহা ও ভাদৌরিয়া পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় । এই সংঘর্ষে শনিবার গোয়ালিয়রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভাদৌরিয়া পরিবারের তিন জনের । কুশওয়াহা পক্ষের যুবক গুলিবিদ্ধ হয়েছেন, যাঁর ছেলে গোয়ালিয়রে মারা গিয়েছেন । এই ঘটনায় শুক্রবার রাতেই পুলিশ উভয় পক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ও হত্যার চেষ্টার মামলা দায়ের করেছে । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় এক পক্ষের তিনজনের মৃত্যু ও তার প্রতিবাদে নারোয়ার থানার সামনের সড়কে ক্ষত্রিয় সমাজের বিক্ষোভের পর শনিবার সন্ধ্যায় প্রশাসন তৎপর হয়ে অভিযুক্তদের বাড়িঘর বুলডোজার দিয়ে তছনছ করে দেওয়ার অভিযান শুরু করেছে ।

অভিযুক্তদের চারটি বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন: শিবপুরী জেলার চকরামপুরে ভোট পরবর্তী হিংসায় ভাদৌরিয়া পরিবারের তিন জনের মৃত্যুর পর ক্ষত্রিয় সম্প্রদায় ক্ষুব্ধ হয়ে নারোয়ার থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । তাদের দাবি, পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেফতার করুক এবং যাঁরা এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাঁদের বাড়িঘর গুঁড়িয়ে দিতে হবে । তিনজনের মৃত্যু ও ক্ষত্রিয় সম্প্রদায়ের বিক্ষোভের পর প্রশাসন তৎপর হয়ে বুলডোজার দিয়ে চার অভিযুক্তের বাড়িঘর গুঁড়িয়ে দেয় ।

প্রায় দুই মাস আগে চকরামপুর গ্রামে একটি গণেশ বিসর্জনের মিছিলে ডিজে বাজছিল । সেই নিয়ে কুশওয়াহা ও ভাদৌরিয়া পরিবারের মধ্যে বিবাদ বাঁধে । এই বিবাদে কুশওয়াহা পক্ষের এক যুবক গুলিবিদ্ধ হন । এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয় । জানা গিয়েছে যে, 17 নভেম্বর শুক্রবার ভোট শেষ হওয়ার পরে বিজেপির পোলিং এজেন্ট লক্ষ্মণ ভাদৌরিয়ার সঙ্গে কুশওয়াহার দলের ফের ঝামেলা হয় । এরপর ভাদৌরিয়া পরিবারের ছোড়া গুলিতে আহত হন কুশওয়াহা পরিবারের এক যুবক । এতে কুশওয়াহা অধ্যুষিত চকরামপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

ভাদৌরিয়া পরিবার তাদের বোলেরো গাড়িতে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় কুশওয়াহা সম্প্রদায়ের 35 থেকে 40 জন লোক তাদের ঘিরে ফেলে । গাড়ি থেকে না নামলে বিক্ষুব্ধ জনতা গাড়িতে পেট্রল ও ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ । ভাদৌরিয়া পরিবার কোনও ক্রমে গাড়ি থেকে নামতে সক্ষম হলে, কুশওয়াহা সম্প্রদায়ের লোকজন লাঠি ও কুড়াল নিয়ে তাদের উপর হামলা চালায় । এই হামলায় ছাতরপুরের চকরামপুরের বাসিন্দা আশাদেবী ভাদৌরিয়া (42), তাঁর ভাগ্নে অমর সিং ওরফে হিমাংশু (20), লক্ষ্মণ ভাদৌরিয়া (45) মারা যান ।

এ দিকে, আশা দেবীর স্বামী মুন্না ভাদৌরিয়া, তাঁর দুই ছেলে রাজেন্দ্র ও ভোলা ওরফে যোগেন্দ্র সিং এবং ভাইঝি সৌরভ সেঙ্গার আহত হয়েছেন । চকরামপুরের বাসিন্দা দীনেশও কুশওয়াহার পক্ষে গুলিবিদ্ধ হন ।

এই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ কাইরার এসডিওপি শিবনারায়ণ মুকাতি বলেন, এখনও পর্যন্ত পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত 12 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে । অন্যান্য অভিযুক্তদের খোঁজে পুলিশের টিম ক্রমাগত অভিযান চালাচ্ছে । পুলিশের পাশাপাশি প্রশাসনও অভিযুক্তদের বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ৷ 4টি ঘর মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশে ভোট দিলেন শিবরাজ-কমলনাথ, ভোটারদের ছত্তিশগড়ে উন্নয়নে সামিল হওয়ার বার্তা বাঘেলের
  2. বিনামূল্যে শিক্ষা, 450 টাকায় রান্নার গ্যাস; মধ্যপ্রদেশ ভোটের ইস্তেহারে কল্পতরু বিজেপি
Last Updated : Nov 19, 2023, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details