পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড পরবর্তী সময়ে পৃথিবী আর আগের মতো থাকবে না : প্রধানমন্ত্রী - কোভিড পরবর্তী সময়ে পৃথিবী আর আগের মতো থাকবে না

বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর চিত্রটা আগের থেকে অনেকটাই বদলে যাবে ৷ যার প্রভাব পড়বে অর্থনীতির উপরেও ৷ মোদি বলেন, ‘‘করোনা পরবর্তী সময়ে আমাদের গ্রহ আর আগের মতো থাকবে না ৷ আমরা সব কিছুকেই কোভিডকালের আগের ও কোভিডকালের পরের ঘটনা হিসাবে মনে রাখব ৷’’

After Covid-19 period the World will not remain the same, said Prime Minister Narendra Modi
কোভিড পরবর্তী সময়ে পৃথিবী আর আগের মতো থাকবে না : প্রধানমন্ত্রী

By

Published : May 26, 2021, 12:55 PM IST

নয়াদিল্লি, 26 মে :কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর চিত্রটা আগের থেকে বদলে যাবে ৷ আগামী দিনে মানুষ তার পুরনো দিনের কথা বলতে গিয়ে হয়তো করোনার আগের এবং করোনার পরের সময়ের কথা উল্লেখ করবে ৷ বুধবার তাঁর ভাষণে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভার্চুয়ালি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময়েই করোনাকালের আগের ও পরের সময়ের মধ্যে পার্থক্যের কথা উল্লেখ করেন মোদি ৷ সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন ৷ একইসঙ্গে, কোভিড যুদ্ধে স্বাস্থ্যকর্মীরা যেভাবে প্রাণ বাজি রেখে অক্লান্ত লড়াই করে চলেছেন, তাকেও কুর্নিশ জানান প্রধানমন্ত্রী ৷ কুর্নিশ করেন ভারতের সেইসব গবেষক ও বিজ্ঞানীকে, যাঁরা দিনরাত এক করে করোনার টিকা তৈরি করেছেন এবং এই বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছন ৷ সেইসঙ্গে, যাঁরা কোভিডে তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদেরও আন্তরিক সমবেদনা জানান তিনি ৷

আরও পড়ুন :মোবাইল, ল্য়াপটপের দাপটে বিপন্ন ঘরবন্দি শৈশব

কোভিড যে গোটা বিশ্বের অর্থনীতির ভিত টলিয়ে দিয়েছে, এদিন তাঁর ভাষণে তা নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ মোদি বলেন, অতিমারিতে প্রত্যেকটি দেশই প্রভাবিত হয়েছে ৷ করোনার জেরে আগামী দিনে বিশ্বব্যাপী অর্থনীতির উপরও বিরাট প্রভাব পড়বে ৷ মোদির কথায়, ‘‘করোনা পরবর্তী সময়ে আমাদের গ্রহ আর আগের মতো থাকবে না ৷ আমরা সব কিছুকেই কোভিডকালের আগের ও কোভিডকালের পরের ঘটনা হিসাবে মনে রাখব ৷’’

ABOUT THE AUTHOR

...view details