নয়াদিল্লি, 26 মে :কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর চিত্রটা আগের থেকে বদলে যাবে ৷ আগামী দিনে মানুষ তার পুরনো দিনের কথা বলতে গিয়ে হয়তো করোনার আগের এবং করোনার পরের সময়ের কথা উল্লেখ করবে ৷ বুধবার তাঁর ভাষণে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভার্চুয়ালি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময়েই করোনাকালের আগের ও পরের সময়ের মধ্যে পার্থক্যের কথা উল্লেখ করেন মোদি ৷ সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন ৷ একইসঙ্গে, কোভিড যুদ্ধে স্বাস্থ্যকর্মীরা যেভাবে প্রাণ বাজি রেখে অক্লান্ত লড়াই করে চলেছেন, তাকেও কুর্নিশ জানান প্রধানমন্ত্রী ৷ কুর্নিশ করেন ভারতের সেইসব গবেষক ও বিজ্ঞানীকে, যাঁরা দিনরাত এক করে করোনার টিকা তৈরি করেছেন এবং এই বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছন ৷ সেইসঙ্গে, যাঁরা কোভিডে তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদেরও আন্তরিক সমবেদনা জানান তিনি ৷