দিল্লি, 16 নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচন ও অন্য কয়েকটি রাজ্যের উপনির্বাচনে দলের ফল খারাপ হয়েছে ৷ আর তার এক সপ্তাহ পর বৈঠক করতে চলেছে কংগ্রেসের বিশেষ কমিটি ৷ আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ বিকেল পাঁচটায় অনলাইনের মাধ্যমে এই বৈঠক হবে ৷
কয়েক মাস আগে কংগ্রেস নেতা কপিল সিব্বল সহ কয়েকজন দলে সংস্কার চেয়ে সোনিয়া গান্ধিকে চিঠি লিখেছিলেন ৷ আর বিহারে ভরাডুবির পর নতুন করে পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি ৷ যে কারণে অশোক গেহলত থেকে দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরিদের মতো নেতাদের আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে ৷ এসবের মধ্যেই আজ বিশেষ কমিটির বৈঠক ডাকায় হয়েছে ৷ সাংগঠনিক ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে সাহায্য করার জন্য অগাস্টে একটি বিশেষ কমিটি গঠন করা হয় ৷ কমিটির সদস্য হিসেবে রয়েছেন আহমেদ পটেল, একে অ্য়ান্টনি, অম্বিকা সোনি, মুকুল ওয়াসনিক, রণদীপ সূরজেওয়ালা ৷ তাঁদের মধ্যে আহমেদ পটেল বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন ৷