নয়াদিল্লি, 9 মে : শুধু শহর নয়, করোনার দ্বিতীয় ঢেউ এতটাই প্রভাব ফেলেছে যে বাদ যাচ্ছে না গ্রাম এলাকাগুলি ৷ গ্রামাঞ্চলের মানুষ করোনা দাপটে ভুগছে ৷ টুইট করে করোনার দ্বিতীয় ঢেউ কীভাবে দেশের উপর প্রভাব ফেলেছে তা বোঝাতে চাইলেন রাহুল গান্ধি ৷
অক্সিজেন, ওষুধ, হাসপাতালে বেডের অভাবে রোজই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন করোনা আক্রান্ত রোগীরা ৷ দেশের এমন হাহাকার পরিস্থিতিতে রোজই টুইটারে উদ্বেগ প্রকাশ করে থাকেন রাহুল গান্ধি ৷ দেশের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে টুইটারে কেন্দ্রীয় সরকারকে হামেশাই নিশানা করে থাকেন ৷ আজও সেরকম একটি টুইট করেন তিনি ৷ ওই টুইটে কিছুটা ব্যাঙ্গাত্মকভাবে তিনি লেখেন, "শহরগুলিকে করোনা সংক্রমণ রয়েছেই ৷ এখন গ্রাম এলাকাগুলিও পরমাত্মার উপর নির্ভর করে বেঁচে আছে ৷"