নয়াদিল্লি, 15 এপ্রিল: কোভিড সংক্রমণ রুখতে বাতিল করা হয়েছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা ৷ স্থগিত রাখা হয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষাও ৷ এ বার সেই পথেই হেঁটে বিভিন্ন রাজ্য নানা ক্লাসের পরীক্ষা বাতিলের ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে ৷ পঞ্জাব, হরিয়ানা, ওডিশা, গুজরাত ইতিমধ্যেই বিভিন্ন ক্লাসের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘোষণা করেছেন যে, সে রাজ্যে পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করা হবে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ৷ স্বাস্থ্য ও শিক্ষার আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ একই পথ ধরেছে ওডিশাও ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কোভিড পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণির সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ 2020-2021 শিক্ষাবর্ষের নবম ও একাদশ শ্রেণির সব ছাত্রছাত্রীকে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে বলেও ওডিশা সরকারের তরফে জানানো হয়েছে ৷
অপরদিকে, হরিয়ানার শিক্ষামন্ত্রী কানওয়ার পাল গুজ্জর জানিয়েছেন যে, সিবিএসই বোর্ডের পথ ধরেই সেখানেও দশম শ্রেণির পরীক্ষা বাতিল করা হচ্ছে ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা স্থগিত করা হচ্ছে ৷ অন্তর্বর্তী মূল্যায়ণের মাধ্যমে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করা হবে ৷