নয়াদিল্লি, 29 অক্টোবর: কেরালার একটি কনভেনশন সেন্টারে রবিবার বিস্ফোরণের পর রাজধানী দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদের গির্জা এবং মেট্রো স্টেশনগুলির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, প্রধান বাজার, গির্জা, মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং অন্যান্য পাবলিক প্লেসেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ওই অফিসার পিটিআই-কে জানান, পুলিশ বাহিনীকে উত্তরপ্রদেশ এবং হরিয়ানার সীমান্তবর্তী অঞ্চলগুলিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাদা পোশাকের পুলিশ, বাইক পেট্রলিং এবং পিসিআরদের সতর্ক থাকতে বলা হয়েছে । পাশাপাশি কোনও তথ্য এলে তাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে । এই মুহূর্তে কোনও কিছুই উপেক্ষা করা যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাদের । তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই জমজমাট বাজারগুলির ওপর কড়া নজর রাখছি। উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।"
কেরলের কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে রবিবার সকালে বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত 52 জন আহত হয়েছে বলে খবর মিলেছে। ঘটনার পরই এনআইএ এবং এনএসজিকে তদন্তে নামানো হয়েছে । সূত্রের খবর, দিল্লি পুলিশের স্পেশাল সেল নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গেও।