পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রার সাফল্যে খুশি কংগ্রেস, কিন্তু এরপর কী ? - কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা

শেষ হয়েছে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra ends) ৷ দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে কংগ্রেসের এই কর্মসূচি নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে ৷ কিন্তু এরপর রাহুল গান্ধি বা কংগ্রেসের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

ETV Bharat
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধি

By

Published : Jan 30, 2023, 9:27 PM IST

শেষ ভারত জোড়ো যাত্রা

হায়দরাবাদ, 30 জানুয়ারি: শেষ হয়েছে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা ৷ কংগ্রেসের এই কর্মসূচি গত প্রায় সাড়ে চার মাসে পাড়ি দিয়েছে 4 হাজার কিলোমিটারের দীর্ঘ পথ ৷ গত 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে যে যাত্রার সূচনা হয়, সোমবার তা আনুষ্ঠানিকভাবে শ্রীনগরে শেষ হয়েছে ৷ রবিবার শ্রীনগরের ঐতিহাসিক লালচকে জাতীয় পতাকাও তুলেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সোমবার তীব্র তুষারপাতের মধ্যেও এই কর্মসূচি শেষে তিনি সমাপ্তি ভাষণ দিয়েছেন ৷ বিঁধেছেন আরএসএস ও বিজেপি'কে ৷ মনে করিয়ে দিয়েছেন ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য (Rahul Gandhi on Bharat Jodo Yatra) ৷

রাহুল গান্ধি জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য ছিল দেশে একতা ও সৌহার্দ্যের বার্তা দেওয়া ৷ বিজেপি ও আরএসএস-এর দ্বেষ ও বিভাজনের বিরুদ্ধে ভালোবাসার বার্তা দিতেই যে তাঁর এই দীর্ঘ পদযাত্রা তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন রাহুল ৷ রবিবার তিনি বলেছিলেন, এই ভারত জোড়ো যাত্রা বিজেপির বিকল্প দৃষ্টিভঙ্গি দেশকে দেখাতে পেরেছে ৷ তিনি দেশের মানুষ সম্পর্কে আরও বেশি করে জানতে পেরেছেন, মানুষের সহনশীলতা ও শক্তি চাক্ষুস করেছেন ৷ সোমবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে সমাপ্তি বক্তৃতাতেও রাহুলের মুখে উঠে এসেছে ভালোবাসা দিয়ে দেশকে হিংসা মুক্ত করার বার্তা ৷

কিন্তু প্রশ্ন উঠছে এরপর কী? ভারত জোড়ো যাত্রা তো শেষ হল ৷ কংগ্রেসের দাবি, আশাতীত সাফল্য পেয়েছে রাহুল গান্ধির এই পদযাত্রা ৷ এরপর কী ভাবছেন রাহুল? কংগ্রেসেরই বা পরবর্তী লক্ষ্য কী ? বছর ঘুরলেই লোকসভা নির্বাচন ৷ তার আগে রয়েছে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ এই নির্বাচনে ভালো ফল করতে ও আগের নির্বাচনের পরাজয়গুলির ক্ষতে কতটা মলম লাগাতে পারবে ভারত জোড়ো যাত্রা ? কংগ্রেস কর্মীদের মনোবলও কি আর আগের অবস্থায় ফিরবে ? এই প্রশ্নগুলি উঠছে ৷ নরেন্দ্র মোদি বিরোধী জোটে শক্তির ভরকেন্দ্র হিসেবে কংগ্রেসকে তুলে ধরতে কতটা সহায়ক হবে এই পদযাত্রা, তা নিয়েও বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে (what next for congress after Bharat Jodo Yatra)৷

আরও পড়ুন:বরফের গোলা নিয়ে শ্রীনগরে রাহুল-প্রিয়াঙ্কার খুনসুটি

কংগ্রেস চেয়েছিল সোমবার শ্রীনগরে ভারত জোড়া যাত্রার অন্তিম পর্বে বিরোধীদলগুলিকে একজোট করতে ৷ আমন্ত্রণ জানানো হয়েছিল 24টি বিরোধী রাজনৈতিক দলকে ৷ কিন্তু কংগ্রেসের এই আবেদনে খুব বেশি দলকে সাড়া দিতে দেখা যায়নি ৷ তৃণমূল, আপ, বিআরএস-এর মতো দলগুলি এই আমন্ত্রণে সাড়া দেবেনা জানাই ছিল ৷ এই দলগুলি প্রতিনিধি পাঠায়ওনি ৷ জেডি (এস) এর এইচডি দেবেগৌড়া, জেডি (ইউ) এর নীতীশ কুমার যাননি ৷ আরজেডি, সপা, এনসিপি ও সিপিএম-এর নেতাদেরও দেখা যায়নি ৷ ছিলেন না বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেসের প্রতিনিধিরাও ৷ তবে সিপিআই, ডিএমকে, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স, জেএমএম এর নেতারা যোগ দেন এদিনের অনুষ্ঠানে ৷

রাজনৈতিক মহলের একাংশের মতে, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা দেশের মানুষকে কতটা একজোট করে কংগ্রেসের পক্ষে টানতে পারে তা সময়ই বলবে ৷ কিন্তু এদিন সবকটি বিরোধী রাজনৈতিক দলকে যে একমঞ্চে জুড়তে কংগ্রেস সফল হয়নি, তা পরিষ্কার ৷ ফলে বিরোধী জোটের আকার ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর এরপর কী করবে কংগ্রেস? এর উত্তরে রবিবার রাহুল গান্ধি বলেছিলেন, এই পদযাত্রার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই পরের কর্মসূচি ঠিক হবে ৷ পশ্চিম থেকে পূর্ব ভারত পর্যন্ত ভারত জোড়ো যাত্রার বিষয়টিও তিনি উড়িয়ে দেননি ৷

ABOUT THE AUTHOR

...view details