বারাবাঁকি (উত্তরপ্রদেশ), 29 জুন:28 বছর আগে একটি মহিষ মৃত্যুর ঘটনায় 83 বছরের বৃদ্ধের বিরুদ্ধে জারি করা হল গ্রেফতারি পরোয়ানা ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আছান নামে ওই বৃদ্ধকে অনেক বছর আগে জামিন দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ সম্প্রতি তাঁর নামে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে । ওই বৃদ্ধকে গ্রেফতার করতে গিয়ে বিড়ম্বনায় পড়ে পুলিশও ৷ শেষ পর্যন্ত ওই বৃদ্ধকে গ্রেফতার না করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাঁকে আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেয় পুলিশ ।
কী ঘটেছিল ? ঘটনাটি 1995 সালের ৷ মুনাব্বরের ছেলে আছান উত্তরপ্রদেশ পরিবহণ কর্পোরেশনের বারাবাঁকি ডিপোতে চালক হিসাবে কাজ করতেন । একটি রুটিন ট্রিপে, আছান একটি সরকারি-মালিকানাধীন গাড়ি চালিয়ে ডিপার্টমেন্টের পণ্য সংগ্রহ করতে বরেলিতে যান । বারাবাঁকিতে ফেরার পথে ফরিদপুর থানা এলাকায় মহিষচালিত একটি গাড়ির সঙ্গে আছানের বাসের সংঘর্ষ হলে পশুটি মারা যায় ।
জামিন পান বৃদ্ধ: ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হলে বাসটিকে আটক করা হয় এবং আছানের বিরুদ্ধে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করা হয় । অপরাধ নম্বর-264/95-এর অধীনে নথিভুক্ত সেই মামলাটি ভারতীয় দণ্ডবিধির 279, 337 এবং 338 ধারায় আনা হয়েছিল । আছান সেই সময় জামিন পেয়েছিলেন এবং পরে তাঁর বাসটিকে ছেড়ে দেওয়া হয় । এরপর তিনি কখনও আদালতে হাজির হননি বা বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে তিনি আর কোনও যোগাযোগ রাখেননি । প্রায় 20 বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পর আছান এটা আর খোঁজই রাখেননি যে মামলাটি চলছে, নাকি বন্ধ হয়ে গিয়েছে ৷