পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Arrest Warrant after 28 Years: মহিষ মৃত্যুর 28 বছর পর অশীতিপর বৃদ্ধের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে একটি মহিষ মৃত্যুর ঘটনায় 28 বছর পর এক বৃদ্ধের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে । 83 বছরের ওই বৃদ্ধ কান্নায় ভেঙে পড়লে, পুলিশ তাঁর প্রতি সহানুভূতি দেখিয়েছে এবং তাঁকে গ্রেফতার না করে আদালতে হাজিরা দিতে বলেছে ৷

Warrant against Octogenarian after 28 years
Warrant against Octogenarian after 28 years

By

Published : Jun 29, 2023, 7:28 PM IST

বারাবাঁকি (উত্তরপ্রদেশ), 29 জুন:28 বছর আগে একটি মহিষ মৃত্যুর ঘটনায় 83 বছরের বৃদ্ধের বিরুদ্ধে জারি করা হল গ্রেফতারি পরোয়ানা ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আছান নামে ওই বৃদ্ধকে অনেক বছর আগে জামিন দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ সম্প্রতি তাঁর নামে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে । ওই বৃদ্ধকে গ্রেফতার করতে গিয়ে বিড়ম্বনায় পড়ে পুলিশও ৷ শেষ পর্যন্ত ওই বৃদ্ধকে গ্রেফতার না করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাঁকে আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেয় পুলিশ ।

কী ঘটেছিল ? ঘটনাটি 1995 সালের ৷ মুনাব্বরের ছেলে আছান উত্তরপ্রদেশ পরিবহণ কর্পোরেশনের বারাবাঁকি ডিপোতে চালক হিসাবে কাজ করতেন । একটি রুটিন ট্রিপে, আছান একটি সরকারি-মালিকানাধীন গাড়ি চালিয়ে ডিপার্টমেন্টের পণ্য সংগ্রহ করতে বরেলিতে যান । বারাবাঁকিতে ফেরার পথে ফরিদপুর থানা এলাকায় মহিষচালিত একটি গাড়ির সঙ্গে আছানের বাসের সংঘর্ষ হলে পশুটি মারা যায় ।

জামিন পান বৃদ্ধ: ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হলে বাসটিকে আটক করা হয় এবং আছানের বিরুদ্ধে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করা হয় । অপরাধ নম্বর-264/95-এর অধীনে নথিভুক্ত সেই মামলাটি ভারতীয় দণ্ডবিধির 279, 337 এবং 338 ধারায় আনা হয়েছিল । আছান সেই সময় জামিন পেয়েছিলেন এবং পরে তাঁর বাসটিকে ছেড়ে দেওয়া হয় । এরপর তিনি কখনও আদালতে হাজির হননি বা বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে তিনি আর কোনও যোগাযোগ রাখেননি । প্রায় 20 বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পর আছান এটা আর খোঁজই রাখেননি যে মামলাটি চলছে, নাকি বন্ধ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:চারদিনের শিশুকে পায়ে পিষে মারার অভিযোগ গিরিডির পুলিশের বিরুদ্ধে

পুলিশ দেখে কান্না বৃদ্ধের: 21 জুন পুলিশ তাঁর বাসভবনে পৌঁছয় ৷ বরেলিতে ফরিদপুর মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে তাঁকে জানানো হয় । এই খবরে কান্নায় ভেঙে পড়েন পক্ষাঘাতের কারণে শারীরিকভাবে দুর্বল আছান ৷ বৃদ্ধের এই অবস্থা দেখে পুলিশও বিভ্রান্ত হয়ে যায় ৷ এই অবস্থায় ওই বৃদ্ধকে গ্রেফতার করা হবে কি না, তা নিয়ে চিন্তায় পড়ে তারা ৷ অবশেষে আছানকে গ্রেফতার না করে আদালতে হাজির হওয়ার পরামর্শ দিয়ে চলে যায় পুলিশ ৷

বৃদ্ধের প্রতি সহানুভূতিশীল পুলিশ: বরেলির ফরিদপুর থানার পরিদর্শক বিজয় পাল বলেন যে, ফরিদপুর বরেলির আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট পরোয়ানা জারি করেছেন, পরবর্তী পদক্ষেপের জন্য তাঁর সম্মতি প্রয়োজন । তা সত্ত্বেও, আছানের দুর্দশা পর্যবেক্ষণ করে, পুলিশ অফিসাররা তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং 17 জুলাই নির্ধারিত পরবর্তী শুনানির জন্য আদালতে তাঁকে উপস্থিত থাকতে অনুরোধ করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details