পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Border : 11 মাস পর দিল্লির গাজিপুর-টিকরি সীমানায় সরল ব্যারিকেড - Tikri

কৃষকদের আন্দোলনের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ব্যারিকেড দেওয়া হয়েছিল ৷

after 11 months barricades removed from delhi gazipur and tikri border
Delhi Border : 11 মাস পর দিল্লির গাজীপুর-টিকরি সীমানায় সরল ব্যারিকেড

By

Published : Oct 29, 2021, 6:35 PM IST

নয়াদিল্লি, 29 অক্টোবর : 11 মাস পর গাজিপুর ও টিকরি সীমানা থেকে দিল্লি পুলিশ ব্যারিকেড ও সিমেন্টের ব্লক সরানোর কাজ শুরু করল শুক্রবার ৷ কৃষকদের বিক্ষোভের জেরে ওই জায়গা বন্ধ করে দিয়েছিল পুলিশ ৷

গত বছর নতুন তিনটি কৃষি আইন তৈরি করে কেন্দ্রীয় সরকার ৷ তার প্রতিবাদে গত নভেম্বর থেকে দিল্লির সীমানার তিনটি জায়গায় প্রতিবাদে বসেন কৃষকরা ৷ তার পর থেকে গাজিপুর ও টিকরি সীমানা বন্ধ করে দেওয়া হয় পুলিশের তরফে ৷

আরও পড়ুন :Nawab Malik : যাঁর পার্টিতে মাদক উদ্ধার, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন ? প্রশ্ন নবাবের

এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল ৷ সেই সমস্যার অনেকটা হলেও সমাধান হল ৷ গতকাল, বৃহস্পতিবার খুলে দেওয়া টিকরি সীমানার একাংশ৷ সেখানে নয়াদিল্লি থেকে হরিয়ানার দিকে যাওয়া যাচ্ছে ৷

সেখানে উপস্থিত এক আধিকারিক জানান, মানুষের যাতায়াতের জন্য সড়ক পথ খুলে দেওয়া হল ৷ আশা করা যায় যে কৃষকরাও বিষয়টি বুঝবেন ৷

আরও পড়ুন :Mamata in Goa: দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া চালাবে সেখানকার মানুষ : মমতা

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, গত 26 জানুয়ারি রাজধানী দিল্লিতে ঢুকে ব্যাপক হাঙ্গামা করেছিলেন আন্দোলনকারী কৃষকরা ৷ তার আগেই দিল্লির তিনটি সীমানা বন্ধ করে দেওয়া হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৷ তার পর থেকে ওই রাস্তাগুলি বন্ধ ছিল ৷

কৃষক আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল ৷ এই নিয়ে আদালতও অসন্তোষ প্রকাশ করেছিল ৷ অবশেষে রাস্তা খোলায় খুশি অনেকেই ৷

আরও পড়ুন :Amit Shah : চব্বিশে মোদিকে প্রধানমন্ত্রী করতে হলে বাইশে যোগীকে জেতান, উত্তরপ্রদেশে বার্তা শাহের

ABOUT THE AUTHOR

...view details