পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

AFSPA Extended in Assam: অসমের চার জেলায় 6 মাসের জন্য বাড়ল আফস্পা'র মেয়াদ - অসম

রবিবার থেকে অসমের 4 জেলায় আরও 6 মাসের জন্য বাড়ানো হল আফস্পা'র মেয়াদ ৷ তবে এদিন থেকে এই রাজ্যের আরও 4 জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী এই আইন ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 6:40 PM IST

গুয়াহাটি, 1 অক্টোবর:4 জেলা থেকে তুলে নেওয়া হলেও, অসমের অন্য 4 জেলায় আরও 6 মাসের জন্য বাড়ানো হল আফস্পার মেয়াদ ৷ সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী আইন আফস্পা'র মেয়াদ গত 1 এপ্রিল থেকে অসমের 8 জেলায় বাড়ানো হয়েছিল ৷ রবিবার অসমের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, উত্তেজনপ্রবণ চার জেলায় আরও 6 মাসের জন্য আফস্পার মেয়াদ বাড়ানো হচ্ছে ৷ এই জেলাগুলি হল তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর ও চড়াইদেব ৷ এদিন থেকেই কার্যকর হচ্ছে এই আফস্পা (AFSPA) বৃদ্ধির মেয়াদ ৷

অন্যদিকে, অসমের যে চার জেলা থেকে এদিন আফস্পা তুলে নেওয়া হল সেগুলি হল জোরহাট, গোলাঘাট, কার্বি আঙ্গলং, ডিমা হাসাও ৷ গত 1 এপ্রিল এই চার জেলায় আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছিল ৷

আফস্পা হল নিরাপত্তা বিহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী এমন এক আইন যা বাহিনীকে আগাম কোনও অনুমতি ছাড়া তল্লাশি চালাতে ও আগাম পরোয়ানা ছাড়াই কাউকে গ্রেফতার করার অনুমতি দেয় ৷

এই কঠোর আইনের বিরোধিতায় সরব দেশের বহু নাগরিক ও সামাজিক সংগঠন ৷ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় এর আগেও সেনাকে বিশেষ ক্ষমতা প্রদানকারী এই আইনের বিরোধিতায় সরব হয়েছেন সাধারণ মানুষ ৷ অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বেশকিছু জেলায় বলবৎ রয়েছে এই আইন ৷ চিন ও মায়ানমার সীমান্ত সংলগ্ন এই অঞ্চলগুলিতে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে এই এলাকাগুলিতে এই আইনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে খাদে পড়ল বাস, মৃত 9; আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন অসমের ডিজিপি বলেন, "গত প্রায় 30-40 বছর ধরে উত্তপ্ত থাকার পর বর্তমানে অসমে শান্তি প্রতিষ্ঠা হয়েছে ৷ সেনা, আধাসেনা ও পুলিশের নিরন্তর চেষ্টার ফলে এই সাফল্য ও শান্তিপূর্ণ পরিবেশ স্থাপন সম্ভব হয়েছে ৷ " রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অসম পুলিশ সর্বদা সতর্ক বলেও তিনি জানান ৷

ABOUT THE AUTHOR

...view details