গুয়াহাটি, 1 অক্টোবর:4 জেলা থেকে তুলে নেওয়া হলেও, অসমের অন্য 4 জেলায় আরও 6 মাসের জন্য বাড়ানো হল আফস্পার মেয়াদ ৷ সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী আইন আফস্পা'র মেয়াদ গত 1 এপ্রিল থেকে অসমের 8 জেলায় বাড়ানো হয়েছিল ৷ রবিবার অসমের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, উত্তেজনপ্রবণ চার জেলায় আরও 6 মাসের জন্য আফস্পার মেয়াদ বাড়ানো হচ্ছে ৷ এই জেলাগুলি হল তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর ও চড়াইদেব ৷ এদিন থেকেই কার্যকর হচ্ছে এই আফস্পা (AFSPA) বৃদ্ধির মেয়াদ ৷
অন্যদিকে, অসমের যে চার জেলা থেকে এদিন আফস্পা তুলে নেওয়া হল সেগুলি হল জোরহাট, গোলাঘাট, কার্বি আঙ্গলং, ডিমা হাসাও ৷ গত 1 এপ্রিল এই চার জেলায় আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছিল ৷
আফস্পা হল নিরাপত্তা বিহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী এমন এক আইন যা বাহিনীকে আগাম কোনও অনুমতি ছাড়া তল্লাশি চালাতে ও আগাম পরোয়ানা ছাড়াই কাউকে গ্রেফতার করার অনুমতি দেয় ৷