নয়াদিল্লি, 24 নভেম্বর: নয়াদিল্লিতে তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার কথা ঘোষণা করল আফগানিস্তানের দূতাবাস । আয়োজক সরকারের সমর্থনের অভাব এবং 'আফগানিস্তানে বৈধ কার্যকরী সরকারের' অনুপস্থিতির কারণে এই বছরের 30 সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধ রেখেছিল তারা ৷ এ বার তারা পাকাপাকিভাবে এই দূতাবাসের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল ৷
সোশাল হ্যান্ডেল এক্স-এ (পূর্বে টুইটার) আফগান দূতাবাস বলেছে, "ভারত সরকারের থেকে ক্রমাগত আসা চ্যালেঞ্জের কারণে 2023 সালের 23 নভেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে । 2023 সালের 30 সেপ্টেম্বর থেকেই দূতাবাসের কার্যক্রম বন্ধ ৷ সেই সিদ্ধান্তকে মান্যতা গিয়েই স্থায়ীভাবে কাজ বন্ধ করা হল ৷ সাময়িক ভাবে কাজ বন্ধ করা হয়েছিল এই আশায় যে, সেই পদক্ষেপ মিশনটিকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়ার জন্য ভারত সরকারের অবস্থান অনুকূলভাবে পরিবর্তন হবে ।"
কর্মকর্তাদের বিবৃতিতে বলা হয়েছে, "ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের দূতাবাস নয়াদিল্লিতে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে । কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা করার জন্য দূতাবাস দুঃখপ্রকাশ করছে ।"