পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নয়াদিল্লিতে তাদের দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা আফগানিস্তানের - আফগানিস্তানের খবর

Afghanistan Embassy Closed in New Delhi: নয়াদিল্লিতে তাদের দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করার কথা ঘোষণা করল আফগানিস্তান ৷ নিজেদের এক্স হ্যান্ডেলে আজ তারা এই কথা জানিয়েছে ৷

Afghanistan Embassy Closed in New Delhi
দূতাবাস বন্ধ করার ঘোষণা আফগানিস্তানের

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 3:17 PM IST

Updated : Nov 24, 2023, 3:38 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর: নয়াদিল্লিতে তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার কথা ঘোষণা করল আফগানিস্তানের দূতাবাস । আয়োজক সরকারের সমর্থনের অভাব এবং 'আফগানিস্তানে বৈধ কার্যকরী সরকারের' অনুপস্থিতির কারণে এই বছরের 30 সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধ রেখেছিল তারা ৷ এ বার তারা পাকাপাকিভাবে এই দূতাবাসের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল ৷

সোশাল হ্যান্ডেল এক্স-এ (পূর্বে টুইটার) আফগান দূতাবাস বলেছে, "ভারত সরকারের থেকে ক্রমাগত আসা চ্যালেঞ্জের কারণে 2023 সালের 23 নভেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে । 2023 সালের 30 সেপ্টেম্বর থেকেই দূতাবাসের কার্যক্রম বন্ধ ৷ সেই সিদ্ধান্তকে মান্যতা গিয়েই স্থায়ীভাবে কাজ বন্ধ করা হল ৷ সাময়িক ভাবে কাজ বন্ধ করা হয়েছিল এই আশায় যে, সেই পদক্ষেপ মিশনটিকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়ার জন্য ভারত সরকারের অবস্থান অনুকূলভাবে পরিবর্তন হবে ।"

কর্মকর্তাদের বিবৃতিতে বলা হয়েছে, "ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের দূতাবাস নয়াদিল্লিতে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে । কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা করার জন্য দূতাবাস দুঃখপ্রকাশ করছে ।"

দূতাবাস বলেছে যে, কেউ কেউ এই পদক্ষেপকে অভ্যন্তরীণ সংঘাত হিসাবে চিহ্নিত করার চেষ্টা করতে পারেন, তালিবানের প্রতি অনুগত কূটনীতিকদের কথায়, "এই সিদ্ধান্ত নীতি এবং স্বার্থের বৃহত্তর পরিবর্তনের ফলাফল ৷ ভারতে আফগান নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে, তাঁরা আমাদের মিশনের মেয়াদ জুড়ে বোঝাপড়া করেছেন এবং আমাদের সমর্থন করেছেন ৷

'সম্পদ এবং ক্ষমতার সীমাবদ্ধতা' সত্ত্বেও, আফগান দূতাবাস বলেছে যে, তারা "তাদের উন্নতির জন্য এবং কাবুলে একটি বৈধ সরকারের অনুপস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করেছে ৷" গত দুই বছর তিন মাসে আফগান শরণার্থী, ছাত্র এবং ব্যবসায়ীরা দেশ ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতে আফগান সম্প্রদায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, দূতাবাস তার বিবৃতিতে উল্লেখ করেছে, 2021 সালের অগস্ট থেকে এই সংখ্যাটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, এই সময়ের মধ্যে খুব সীমিত নতুন ভিসা জারি করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. তালিবান সরকার গঠনের আগেই আফগান সরকারের ই-মেল বন্ধ করল গুগল
  2. গত 6 মাসে দেশে ফিরেছেন সাড়ে পাঁচ লাখ আফগান শরণার্থী
  3. আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের
Last Updated : Nov 24, 2023, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details