চেন্নাই, 7 ফেব্রুয়ারি: নানা বিতর্ক ও ক্ষোভ-বিক্ষোভের পর অবশেষে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ (Additional judge of Madras High Court) হিসাবে শপথ নিলেন আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী (Lekshmana Chandra Victoria Gowri)৷ উচ্চ বিচারবিভাগে নিয়োগ নিয়ে তাঁকে আইনি সহকর্মীদের একটি অংশের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ৷
নিয়ম মেনে রাষ্ট্রপতির দ্বারা জারি করা নিয়োগের পরোয়ানা পড়ে গৌরীকে শপথবাক্য পাঠ করান মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি রাজা । গৌরী ছাড়াও আরও চারজন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ৷ আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরীকে মাদ্রাজ হাইকোর্টের বিচারক হিসাবে শপথ নেওয়া থেকে বিরত রাখার জন্য আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে ৷
সেই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে শীর্ষ আদালত ৷ বিচারপতি সঞ্জীব খান্না এবং বিআর গাভাইয়ের একটি বিশেষ বেঞ্চ বলেছে, "আমরা রিট পিটিশনটি গ্রহণ করছি না । কারণ জানানো হবে ।" সুপ্রিম কোর্টের এই রায়ের পর মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন গৌরী ।