চেঙ্গলপাট্টু(তামিলনাড়ু), 5 জুলাই: অনাথ আশ্রমের প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ তামিলনাড়ুতে ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে চেঙ্গলপাট্টু জেলার পানানকাট্টুপাক্কামে ৷ সেখানে 1999 সাল থেকে অনাথ আশ্রম চলছে । তাতে মোট 55 জন বাসিন্দা রয়েছেন ৷ তাঁদের মধ্যে 30 জন মহিলা এবং 25 জন পুরুষ বলে জানা গিয়েছে ৷ সেই অনাথ আশ্রমে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরাও থাকেন।
এই অনাথ আশ্রমটি চালাতেন ভিরামণি নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অনাথ আশ্রমের এক মহিলা ৷ এরপর তাম্বারাম ডিভিশন অফিসার সেলভাকুমার ঘটনার তদন্ত নামেন । এ সময় ওই মহিলা যে যৌন হয়রানির শিকার হয়েছেন তা তদন্তে উঠে আসে । তদন্তের পর সেই তথ্য চেঙ্গলপাট্টু জেলার এসপিকের হাতে তুলে দেওয়া হয়েছে । তারপর সোমবার মধ্যরাতে হঠাৎ ওই অনাথ আশ্রমে তদন্ত করতে যান রাজস্ব আধিকারিক ও পুলিশ । এরপরই অভিযুক্ত ভিরামণিকে তাঁর বাড়ি থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় ৷