তিরুবনন্তপুরম, 25 নভেম্বর: মিশনের একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে সৌরযান আদিত্য এল-1 ৷ ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টের খুব কাছে পৌঁছে গিয়েছে সেটি ৷ আগামী 7 জানুয়ারি 2024 সালের মধ্যে এল-1 পয়েন্টে প্রবেশ করবে সৌরযানটি ৷ এমনটাই জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান এস সোমানাথ ৷
তিনি বলেছেন, "আদিত্য এল-1 মহাকাশযান হল সূর্যকে নিয়ে অধ্যয়নের জন্য ভারতের প্রথম মহাকাশ-ভিত্তিক মিশন ৷ এই মহাকাশযান তার মিশনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্র এল-1 পয়েন্টে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে । আদিত্য তার সঠিক পথেই এগোচ্ছে ৷ আগামী 7 জানুয়ারি 2024 সালের এর মধ্যে মহাকাশযানটি এল-1 পয়েন্টে প্রবেশের কাজ সম্পন্ন করবে ৷" তিনি জানান, এল-1 পয়েন্টে ঢোকার শেষ প্রস্তুতি এখন চলছে ৷
শনিবার ভিএসএসসিতে প্রথম সাউন্ডিং রকেট লঞ্চের 60তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ইসরো প্রধান ৷ সেই অনুষ্ঠানের ফাঁকে তিনি সংবাদমাধ্যমকে আদিত্য এল-1 মিশনের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানান ৷
চলতি বছরের 2 সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ হয়েছিল আদিত্য এল-1। মহাকাশযানটি 125 দিন ধরে পৃথিবীর মায়া কাটিয়ে প্রায় 1.5 মিলিয়ন কিমি যাত্রা করবে ৷ এরপর এটিকে সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকা ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট-1 এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে । সূর্যকে গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি এই মহাকাশযান বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সূর্যের ছবি তুল পাঠাবে।
প্রথম সাউন্ডিং রকেট লঞ্চের 60তম বার্ষিকীতে এস সোমানাথ বলেন, "ভারতে রকেট লঞ্চের ঐতিহাসিক দিক এবং ইসরোতে পরিবর্তন নিয়ে একটি নথি প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থা । ইসরো এখন বিশ্বমানের প্রোপেলেন্টগুলি নিজেরাই তৈরি করছে ৷ ইসরো অভ্যন্তরীণ উৎপাদন নিয়ে গর্ব করে ৷ অতীতের অন্যদের উপর নির্ভর করতে হত ইসরোকে ৷ তবে এখন ইসরো নিজেরাই রকেট ডিজাইন করে । একটি রকেট ডিজাইন করা আয়ত্ত করতে কয়েক বছর সময় লেগেছে ৷ কিন্তু এখন এক সপ্তাহের মধ্যে রকেট ডিজাইন করা যেতে পারে। (সংবাদ সূত্র- পিটিআই)
আরও পড়ুন:
- সৌরশিখার এক্স-রে ঝলক তুলতে সফল আদিত্য এল-1, জানালো ইসরো
- জানুয়ারির মাঝামাঝি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট-1 পৌঁছবে সৌরযান, জানালেন ইসরো প্রধান
- সংশোধিত গতিপথে সঠিক অবস্থায় রয়েছে আদিত্য-এল 1, জানাল ইসরো