পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aditya L1: স্বাভাবিকভাবে কাজ করছে আদিত্য এল 1 মিশনের স্যাটেলাইট, জানাল ইসরো

Aditya 1 Operating Nominally: শনিবার সফলভাবে পিএসএলভি রকেট থেকে পৃথক হয়েছে আদিত্য এল 1 ৷ রবিবার স্বাভাবিকভাবেই কাজ করছে আদিত্য এল 1 মিশনের স্যাটেলাইটটি ৷ এমনটা টুইট করে জানাল ইসরো ৷

Aditya L1
আদিত্য এল 1 মিশনের স্যাটেলাইট

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 3:01 PM IST

Updated : Sep 3, 2023, 10:58 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: স্বাভাবিকভাবেই কাজ করছে আদিত্য এল 1 মিশনের স্যাটেলাইট ৷ রবিবার জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ ইসরো এ দিন টুইটে মহাকাশযান আদিত্য এল 1-এর পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণের একটি ছবি পোস্ট করে ৷ তার সঙ্গে লেখে, "স্যাটেলাইটটি স্বাভাবিকভাবে কাজ করছে । বেঙ্গালুরু থেকে সফলভাবে উৎক্ষেপণের পর প্রথম পৃথিবীর বাউন্ড ম্যানুভর সম্পাদিত করেছে মহাকাশযানটি । আদিত্য এল 1-এর নতুন কক্ষপথ হল 245কিমি x 22459 কিমি ৷

ইসরো আরও জানিয়েছে, 5 সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর 3টের সময় মহাকাশযানটি দ্বিতীয় কক্ষপথ প্রদক্ষিণ সম্পন্ন করবে ৷ শনিবার ইসরো চেয়ারম্যান এস সোমানাথ বলেন, "অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকাটা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের প্রায় কয়েক ঘণ্টা পরে আদিত্য এল 1 সফলভাবে পিএসএলভি রকেট থেকে পৃথক হয়েছে এবং মহাকাশযানটিকে সুনির্দিষ্ট কক্ষপথে বসানো হয়েছে ।" ইসরো চেয়ারম্যান গতকাল সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ৷ যারা ভারতের প্রথম সৌর মিশনে নিজেদের অবদান রেখেছেন ।

ইতিমধ্যে চাঁদের দেশে সফলভাবে পাড়ি দিয়েছে ইসরোর চন্দ্রযান-3 ৷ বিক্রম ও ল্যান্ডার রোভার নিজেদের কাজ করে চলেছে সেখানে ৷ পাঠাচ্ছে ছবি ও ভিডিয়ো ৷ যা প্রকাশ করেছে ইসরো ৷ চাঁদের দেশে সফল অবতরণের পর ইসরোর লক্ষ্য এবার সূর্যিমামা ৷ তাই সূর্যের নানা অজানা তথ্য জানতে পাঠানো হয়েছে মহাকাশযান আদিত্য এল 1 ৷ এটি ভারতের সূর্যের উদ্দেশে পাঠানো প্রথম মহাকাশযান ৷

আরও পড়ুন: গন্তব্য সূয্যিমামার দেশ, মহাকাশে পাড়ি দিল ইসরোর আদিত্য-এল1

শনিবার নির্ধারিত সময় সকাল 11টা 50 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আদিত্য এল 1 বহনকারী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি)-এর সফল উৎক্ষেপণ হয় । এর সাক্ষী থাকেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ এই মিশনের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই মহাকাশযানকে স্থাপন করা হবে সূর্য ও পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের মাঝে এল 1 পয়েন্টে ৷ পৃথিবী থেকে এই এল-1 পয়েন্টের দূরত্ব 15 লক্ষ কিলোমিটার ৷ সূর্য সংক্রান্ত নানা বিষয়ে ইসরোকে তথ্য পাঠাবে আদিত্য এল 1 ৷ এর মধ্যে 7টি পেলোড রয়েছে ৷

Last Updated : Sep 3, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details