পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aditya L1: কাজ করা শুরু করেছে আদিত্য-এল1’র ‘স্টেপস’ যন্ত্রাংশ, জানালো ইসরো - ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র

STEPS of Aditya L1: আদিত্য এল1 এর মধ্যে থাকা ‘সুপার থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকেলস স্পেকট্রোমিটার’ বা ‘স্টেপস’ কাজ করা শুরু করেছে ৷ যার কাজ সৌর বায়ু কণা পরীক্ষা করা ৷ এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থাকা মহাজাগতিক কণাগুলিকেও পরীক্ষা করবে ৷

ETV BHARAT
কাজ করা শুরু করেছে আদিত্য-এল1’র ‘স্টেপস’ যন্ত্রাংশ, জানালো ইসরো

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 6:55 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: সূর্যের এল1 কক্ষপথে পৌঁছানোর আগেই কাজ শুরু করে দিয়েছে, ইসরোর সৌরযান আদিত্য এল1 ৷ এ দিন ইসরো জানিয়েছে আদিত্য এল-ওয়ানে থাকা ‘সুপার থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকেলস স্পেকট্রোমিটার’ বা ‘স্টেপস’ যন্ত্রাংশ কাজ করা শুরু করেছে ৷ যেটির কাজ সৌর বায়ু কণা পরীক্ষা করা ৷ সেই ‘স্টেপস’ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ৷

ইসরো তাদের টুইটার তথা এক্স অ্য়াকাউন্টে ভারতের প্রথম সৌর গবেষণা অভিযানের উপগ্রহ আদিত্য-এল1 নিয়ে তথ্য প্রকাশ করেছে ৷ সেখানে ইসরো লিখেছে, ‘‘আদিত্য-এল1 তার বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে ৷ ‘স্টেপস’ যন্ত্রাংশের সেন্সরগুলি পৃথিবী থেকে 50,000 কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে ৷ এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা খুব সহজেই জানতে পারবেন, পৃথিবীর আশেপাশে ঠিক কোন ধরনের কণা ঘুরছে ৷ যেখানে পরিবেশের একাধিক শক্তিশালী কণার ধরা পড়বে ৷’’ এমনটাই মনে করছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ৷

‘সুপার থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকেলস স্পেকট্রোমিটার’ বা ‘স্টেপস’-এর যন্ত্রাংশে মোট ছ’টি সেন্সর রয়েছে ৷ যেটি বিভিন্ন দিক থেকে সৌর বায়ু কণাগুলিকে পরীক্ষা করছে ৷ সেই সঙ্গে সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রনের পরিমাপ শুরু করেছে ৷ এই পরিমাপ করা হচ্ছে নিম্ন ও উচ্চ এনার্জি পার্টিক্যাল স্পেকট্রোমিটারের মাধ্যমে ৷ এই তথ্যগুলি আদিত্য-এল1 এর পৃথিবীর কক্ষপথে ঘোরার সময়ই পাওয়া গিয়েছে ৷ যা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থাকা বিভিন্ন মহাজাগতিক কণার চরিত্র বিশ্লেষণ করবে ৷

আরও পড়ুন:সফলভাবে পৃথিবীর কক্ষপথের চতুর্থস্তর অতিক্রম করল আদিত্য এল1, 19 সেপ্টেম্বর কাটবে বিশ্বের মায়া

‘স্টেপস’ গত 10 সেপ্টেম্বর সক্রিয় হয়েছে ৷ সেই সময় পৃথিবী থেকে তার দূরত্ব ছিল 50 হাজার কিলোমিটার ৷ এই দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের আট গুণেরও বেশি ৷ যন্ত্রাংশগুলির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর, তথ্য সংগ্রহ শুরু করেছে আদিত্য এল1 এর মধ্যে থাকা ‘সুপার থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকেলস স্পেকট্রোমিটার’ কাজ শুরু করেছে ৷ এটি 50 হাজার কিলোমিটার দূরে না যাওয়া পর্যন্ত একটানা কাজ করে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details