পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aditya L1 Takes Selfie: সেলফি তুলে পাঠাল আদিত্য এল1, ক্যামেরাবন্দি করেছে পৃথিবী-চাঁদের ছবিও - আদিত্য এল1

Aditya L1 Camera Takes Selfie: আদিত্য-এল 1 হল দেশের সৌর অভিযান ৷ এটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় । সেই আদিত্য এল1 এ বার সেলফি তুলে পাঠাল ৷

Aditya L1
আদিত্য এল1

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 3:07 PM IST

Updated : Sep 7, 2023, 11:07 PM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: সূয্যিমামার দেশে যাত্রাপথে সেলফি পাঠাল আদিত্য এল1 ৷ শুধু নিজস্বী নয়, দেশের সৌর অভিযানের এই মহাকাশযান পৃথিবী ও চাঁদের ছবিও ক্যামেরাবন্দি করেছে ৷ বৃহস্পতিবার সেই ছবি প্রকাশ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ৷

কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল দেশের সৌর অভিযানের মহাকাশযান আদিত্য-এল 1-কে । দেশের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান-3-এর ঐতিহাসিক সাফল্যের পর, আদিত্য-এল1 মিশনের জন্য প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে দেশবাসীর । আদিত্য এল-1-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই মহাকাশযানই এ বার তার অনবোর্ড ক্যামেরা থেকে ছবি তুলি পাঠিয়েছে ৷

এ দিন ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো টুইট করে লিখেছে, "সূর্য-পৃথিবী এল1 পয়েন্টের জন্য নির্ধারিত আদিত্য-এল1, একটি সেলফি তুলেছে এবং পৃথিবী ও চাঁদের ছবি তুলেছে ৷"

ছবিগুলিতে দেখা যাচ্ছে ভিইএলসি (ভিসিবল এমিশন লাইন ককোনাগ্রাফ) এবং এসইউআইটি (সোলার আল্ট্রাভায়োলেট ইমেজার) যন্ত্রগুলি, যেগুলি 2023-এর 4 সেপ্টেম্বর আদিত্য-এল1 অন বোর্ড ক্যামেরায় তোলা হয়েছে ৷ সেই ক্যামেরায় পৃথিবী ও চাঁদের যে ছবি ধরা পড়েছে তাও শেয়ার করেছে ইসরো ৷

আরও পড়ুন:আদিত্য এল-1 এর সাহায্যে সূর্যকে পর্যবেক্ষণের দলে শিলিগুড়ির জন্মেজয়, উচ্ছ্বসিত পরিবার

3 সেপ্টেম্বর, ইসরো জানিয়েছিল যে, আদিত্য এল1 মিশনের স্যাটেলাইটটি ঠিক আছে এবং সামান্যই কাজ শুরু করেছে ৷ টুইটে ইসরো জানায়, বেঙ্গালুরুর ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ISTRAC) ইসটো টেলিমেট্রি থেকে প্রথম আর্থ-বাউন্ড ম্যানুয়েভর (EBN#1) সফলভাবে সঞ্চালিত হয়েছে ৷ অর্জিত নতুন কক্ষপথ হল 245km x 22459 km ৷"

Last Updated : Sep 7, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details