নয়া দিল্লি, 22 অগস্ট : আফগানিস্তান নিয়ে কেন্দ্র চুপ করে আছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ অধীনরঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স-সহ বিভিন্ন দেশ যখন আফগানিস্তানের দুরবস্থা নিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করছে, সেই সময় যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে নিয়ে কোনও মতামতই জানাচ্ছে না ভারত সরকার বলে তোপ দেগেছেন কংগ্রেস নেতা ৷
আফগানিস্তানের এই ভয়ঙ্কর অবস্থা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের নিজস্ব কোনও বিবৃতি দেওয়া উচিত বলে দাবি করেছেন অধীররঞ্জন চৌধুরী ৷ একটি টুইটে তিনি জানিয়েছেন, "আফগানিস্তানের এই ভয়ঙ্কর অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের কোনও বিবৃতি দেওয়া উচিত ৷ ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স এবং আরও বেশ কিছু দেশ তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে, যখন আমাদের সরকার এমন ভাবে নীরব হয়ে রয়েছে, যেন কিছু শুনতেই পাচ্ছে না ৷"