কলকাতা, 14 জানুয়ারি:ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী (Adhir Letter to Salim) ৷ উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা ৷ কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে কাশ্মীরে ৷ সেই যাত্রার অংশ হিসাবে পশ্চিমবঙ্গেও পথে নেমেছেন কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা ৷ যাত্রায় পা মিলিয়েছেন অসংখ্য সাধারণ মানুষও ৷ এবার তাতেই অংশগ্রহণের জন্য সরাসরি সেলিমকে (Md Salim) চিঠি পাঠালেন অধীর (Adhir Ranjan Chowdhury) ৷ শুক্রবার এই চিঠি পাঠিয়েছেন তিনি ৷
পশ্চিমবঙ্গে ভারত জোড়ো যাত্রার আওতায় যে কর্মসূচি পালিত হচ্ছে, তাতে ইতিমধ্যেই বাম মনোভাবাপন্ন বিশিষ্টদের একাংশকে হাঁটতে দেখা গিয়েছে ৷ আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে কার্শিয়াঙে শেষ হবে সেই কর্মসূচি ৷ তার আগে বামেদেরও কংগ্রেসের এই উদ্যোগে সামিল হওয়ার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ এবং তাতে রাজনৈতিক পেশাদারিত্বের থেকেও বেশি রাজনৈতিক আবেগের প্রকাশ ঘটেছে !
আরও পড়ুন:শত্রুঘ্নের মুখে দরাজ প্রশংসা রাহুলের ভারত জোড়ো যাত্রার, অবস্থান স্পষ্ট করল তৃণমূল
সংশ্লিষ্ট আমন্ত্রণপত্রের শুরুতেই মহম্মদ সেলিমকে 'সেলিমদা' বলে সম্বোধন করেছেন অধীর ৷ তারপরই ভারত জোড়া যাত্রা কর্মসূচি সম্পর্কে লিখেছেন তিনি ৷ চিঠিতে সেলিমকে অধীর লিখেছেন, "রাহুল গান্ধির নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে ৷ তার সমর্থনেই প্রদেশ কংগ্রেসের তরফে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম থেকে দার্জিলিং পর্যন্ত 'সাগর থেকে পাহাড়' কর্মসূচি শুরু করা হয়েছে ৷ আগামী 23 তারিখ কর্শিয়াঙে শেষ হচ্ছে সেই কর্মসূচি ৷ ওই সমাপ্তির দিনে আপনি উপস্থিত থাকুন ৷"
প্রসঙ্গত, আগেই ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণের জন্য কংগ্রেসের দিল্লির নেতৃত্ব এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়েছিল ৷ কিন্তু, তৃণমূল তাতে সাড়া দেয়নি ৷ যদিও কয়েকদিন আগে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করেন ! যা নিয়ে বিস্তর জলঘোলাও হয় ৷ পরে তৃণমূলের তরফে জানানো হয়, শত্রুঘ্ন সিনহার বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত ৷ এর সঙ্গে দলের সঙ্গে সম্পর্ক নেই !