পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir on Kashmiri Pandits: জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিতরা, সংসদে আলোচনা চাইলেন অধীর - লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী

কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) হত্যা নিয়ে লোকসভায় সোমবার হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ তিনি এই আলোচনা চাইলেন ৷

Adhir Ranjan Chowdhury ETV Bharat
অধীর চৌধুরী

By

Published : Dec 19, 2022, 7:38 PM IST

নয়াদিল্লি, 19 ডিসেম্বর: গত কয়েক বছরে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) নিশানা করেছে জঙ্গিরা ৷ জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) ছেড়ে অনেক পণ্ডিত আবার অন্যত্র চলে যাচ্ছেন ৷ এই ইস্যুতে এবার সরব হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ সোমবার সংসদের নিম্নকক্ষে এই ইস্যুতে আলোচনার দাবি তুলেছেন তিনি ৷

বহরমপুরের সাংসদ বলেন, "আজ কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছেড়ে চলে যাচ্ছেন । জঙ্গিরা কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করার জন্য তাদের নামের তালিকা তৈরি করছে ।" একই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘এই পরিস্থিতিতে সংসদে জম্মু ও কাশ্মীর ইস্যুতে বিশদ আলোচনা হওয়া উচিত ৷’’

গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityanand Rai) সংসদে জানান যে 2020 থেকে 2022 সাল পর্যন্ত কাশ্মীর উপত্যকায় 9 জন কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করা হয়েছে । তাঁদের মধ্যে কাশ্মীরি রাজপুত সম্প্রদায়ের একজন ব্যক্তি-সহ চারজন কাশ্মীরি পণ্ডিতকে 2022 সালে হত্যা করা হয়েছে ৷ 2021 সালে চারজনকে ও 2020 সালে একজনকে হত্যা করা হয়েছে ৷ কংগ্রেস সাংসদ রাজমণি প্যাটেলের প্রশ্নের প্রেক্ষিতে নিত্যানন্দ রাই রাজ্যসভায় লিখিত উত্তর দেন ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি চলে এবং জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে ৷ ওই কেন্দ্রশাসিত অঞ্চলে 2019 সালে 417টি সন্ত্রাসবাদী হামলা হয়েছিল ৷ 2021 সালে তা কমে 229টি হয় ৷

নিত্যানন্দ রাই আরও জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রক 2019 থেকে 2021 সালের মধ্যে জম্মু ও কাশ্মীরের পুলিশের নিরাপত্তা সংক্রান্ত খাতে মোট 2,814.095 কোটি টাকা ব্যয় করেছে । মন্ত্রী আরও জানান, এই তিন বছরের মধ্যে 2021 সালে 936.095 কোটি টাকা, 2020 সালে 611 কোটি টাকা এবং 2019 সালে 1 হাজার 267 টাকা খরচ হয়েছে ।

তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু ও কাশ্মীরের নাগরিকদের জীবনরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে ৷ যার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে 24 ঘণ্টা নাকা চেকিং করা হয় ৷ দেশবিরোধী শক্তিকে প্রতিহত করতে কঠোর আইন প্রয়োগ করা হয়েছে ৷ তল্লাশি অভিযানও বাড়ানো হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ নির্মূল করতে ৷

আরও পড়ুন:সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতদের উপর গুলি চালাল জঙ্গিরা, মৃত 1

ABOUT THE AUTHOR

...view details