কলকাতা, 13 মে: 2024 এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে পারে কংগ্রেসই । কংগ্রেসের নেতৃত্বে 'সাম্প্রদায়িক' বিজেপিকে দিল্লির মসনদ থেকে সরানো হবে । কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠটা পাওয়ার পরেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী শনিবার নয়াদিল্লিতে এমনটাই দাবি করলেন । তাঁর কথা অনুযায়ী, কংগ্রেসের কর্ণাটক জয়ে অকংগ্রেসী ও অবিজেপি ফ্রন্ট অপ্রাসঙ্গিক হয়ে পড়ল ৷ আবার বিরোধী ফ্রন্টে চালিকাশক্তি কংগ্রেস ৷
অধীর দাবি করেছেন, "ভারতবর্ষে আজ দুটো শিবির । এক, সাম্প্রদায়িক বিজেপির নেতৃত্বে একটা শিবির । আরেক দিকে কংগ্রেসের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ শিবির । মাঝখানে কিছু নেই । থাকবেও না ।"
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন জাতীয়তস্তরে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনার সময় এখনও আসেনি । এই প্রসঙ্গেই মমতার কড়া ভাষায় সমালোচনা করেন অধীররঞ্জন চৌধুরী । তিনি বলেন, "জোট নিয়ে আলোচনা করার দরকার নেই । আমরা আলোচনা করতে যাইনি । এর আগে অনেকবার দিদি দিল্লিতে এসেছিলেন । জোটের বিরোধিতা করতে । জোট করতে নয় । আমরা যখন জোট করে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়ের বিরোধিতা করেছিলাম, তখন কিন্তু উনি বিরোধিতা করেননি, ওঁর দলের সংসদরা সরে দাঁড়িয়েছিলেন । পার্লামেন্টের ভিতরে জোট করার জন্য যখন আমরা সকলকে সামিল হওয়ার আহব্বান জানিয়েছিলাম, তখন উনি বলেছিলেন না আমরা করব না ।"