পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনে গরিব মানুষদের আর্থিক সাহায্য়ের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের - করোনা ভাইরাস

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউ ৷ কার্যত নাজেহাল সাধারণ মানুষ ৷ প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 3 লাখের গণ্ডি পার করছে ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ প্রতিদিন গড়ে 4 হাজার করে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন ৷

অধীরের চিঠি
অধীরের চিঠি

By

Published : May 16, 2021, 10:09 PM IST

নয়াদিল্লি, 16 মে : লকডাউন ও করোনা পরিস্থিতির মধ্যে গরিব মানুষদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অধীররঞ্জন চৌধুরী ৷ প্রতি মাসে তাঁদের আর্থিক সাহায্য করার কথা চিঠিতে উল্লেখ করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউ ৷ কার্যত নাজেহাল সাধারণ মানুষ ৷ প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 3 লাখের গণ্ডি পার করছে ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ প্রতিদিন গড়ে 4 হাজার করে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন ৷ একপ্রকার বাধ্য হয়েই বিভিন্ন রাজ্যে লকডাউন করতে হয়েছে প্রশাসনকে ৷

ফের কয়েকটি রাজ্যে লকডাউন চালু হওয়ায় কাজ হারিয়েছেন কয়েক লাখ মানুষ ৷ ফলে দৈন্যদিন জীবন গুজরাণে সমস্যায় পড়েছেন তাঁরা ৷ এই পরিস্থিতিতে তাঁদের সাহায্য করার আর্জি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অধীররঞ্জন চৌধুরী ৷ চিঠিতে তিনি যে রাজ্যে লকডাউন জারি করা হয়েছে, সেখানকার গরিব মানুষদের নূন্যতম প্রতিমাসে 6 হাজার টাকা করে দেওয়ার আর্জি জানান ৷ যাতে সেই সমস্ত মানুষগুলোর মুখে প্রতিদিন অন্ন ওঠে ৷

অধীরের চিঠি

দেশজুড়ে করোনার উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই আজ কিছুটা স্বস্তি দিল দৈনিক সংক্রমণের তথ্য ৷ গতকালের তুলনায় এই গ্রাফ কিছুটা নেমেছে ৷ তবে ফের বেড়েছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 লাখ 11 হাজার 170 জন ৷ মৃত্যু হয়েছে 4 হাজার 77 জনের ৷ এদিকে, দৈনিক আক্রান্তের তুলনায় বেড়েছে সুস্থের সংখ্যা ৷ যা আরও খানিকটা স্বস্তি দিচ্ছে ৷

আরও পড়ুন : দৈনিক মৃত্যু ফের চার হাজারের উপরে, বাড়ছে সুস্থের সংখ্যাও

শনিবার সকালে প্রকাশিত বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি 46 লাখ 84 হাজার 77 ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2 লাখ 70 হাজার 284 ৷

ABOUT THE AUTHOR

...view details