নয়াদিল্লি, 16 মে : লকডাউন ও করোনা পরিস্থিতির মধ্যে গরিব মানুষদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অধীররঞ্জন চৌধুরী ৷ প্রতি মাসে তাঁদের আর্থিক সাহায্য করার কথা চিঠিতে উল্লেখ করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷
দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউ ৷ কার্যত নাজেহাল সাধারণ মানুষ ৷ প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 3 লাখের গণ্ডি পার করছে ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ প্রতিদিন গড়ে 4 হাজার করে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন ৷ একপ্রকার বাধ্য হয়েই বিভিন্ন রাজ্যে লকডাউন করতে হয়েছে প্রশাসনকে ৷
ফের কয়েকটি রাজ্যে লকডাউন চালু হওয়ায় কাজ হারিয়েছেন কয়েক লাখ মানুষ ৷ ফলে দৈন্যদিন জীবন গুজরাণে সমস্যায় পড়েছেন তাঁরা ৷ এই পরিস্থিতিতে তাঁদের সাহায্য করার আর্জি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন অধীররঞ্জন চৌধুরী ৷ চিঠিতে তিনি যে রাজ্যে লকডাউন জারি করা হয়েছে, সেখানকার গরিব মানুষদের নূন্যতম প্রতিমাসে 6 হাজার টাকা করে দেওয়ার আর্জি জানান ৷ যাতে সেই সমস্ত মানুষগুলোর মুখে প্রতিদিন অন্ন ওঠে ৷