দিল্লি, 3 নভেম্বর : বাংলাদেশের কুমিল্লায় হিন্দুদের বাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি । ঘটনায় বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ ।
বাংলাদেশে হিন্দুদের বাড়ি ভাঙচুরের নিন্দায় অধীর, কেন্দ্রকে ব্যবস্থা নিতে আরজি - বাংলাদেশে হিন্দু বাড়ি ভাঙচুরের নিন্দায় অধীর
হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ বিতর্কিত মন্তব্য করেন । তাঁর সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট করায় উত্তেজনা ছড়ায় কুমিল্লায় ।
অধীর টুইটারে লেখেন, "বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে । মৌলবাদী শক্তি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ।" ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের সঙ্গে আলোচনার আরজি জানান অধীর ।
বাংলাদেশের কুমিল্লায় রবিবার বিকেলে বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা । হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ বিতর্কিত মন্তব্য করেন । তাঁর সেই বক্তব্যকে সমর্থন করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুমিল্লার দুই ব্যক্তি । অভিযোগ, এরপরেই উত্তেজনা ছড়ায় কুমিল্লায় । পরে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । কিন্তু তাতে উত্তেজনা কমেনি । বরং বেশ কিছু হিন্দু বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । খবর পেয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এলাকায় যান । পাশাপাশি যেসব এলাকায় দুষ্কৃতীরা হামলা চালায়, সেখানে নিরাপত্তা জোরদার করা হয় ।