পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir Chowdhury: বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়াতে মোদিকে চিঠি অধীরের

টিকা নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)৷ রাজ্যের জন্য বরাদ্দ করোনা টিকার পরিমাণ বাড়ানোর আর্জি জানিয়েছেন তিনি ৷

Adhir Chowdhury writes to PM Narendra Modi requesting him to increase the quota of COVID19 vaccines for West Bengal
বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়াতে মোদিকে চিঠি অধীরের

By

Published : Aug 8, 2021, 5:26 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট:রাজ্যে করোনা টিকা (COVID19 vaccines) নিয়ে হাহাকার অব্যাহত ৷ টিকাকেন্দ্রে হত্যে দিয়ে পড়ে থেকে লাইন দিলেও মিলছে না টিকা ৷ এদিকে, বাড়ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ৷ এই অবস্থায় রাজ্যের জন্য বরাদ্দ টিকার পরিমাণ বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)৷

ভোররাত থেকে টিকাকেন্দ্রে লাইন দিচ্ছেন আমজনতা ৷ তবে টিকা বাড়ন্ত কেন্দ্রগুলিতে ৷ ফলে নিত্যদিন টিকা নিতে গিয়ে প্রবল হয়রানির মুখে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে ৷ কখনও স্টক ফুরোচ্ছে কোভ্যাকসিনের, আবার কখনও মিলছে না কোভিশিল্ড ৷ দীর্ঘক্ষণ টিকার লাইনে দাঁড়িয়ে ধৈর্য ও মেজাজ হারানো মানুষজনের মধ্যে বচসা ও মারামারিরও ঘটনা ঘটেছে ৷ টিকা নিতে গিয়ে পিঠে পড়েছে পুলিশের লাঠি ৷ এই দুর্দশা কাটাতে বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দের টিকার পরিমাণ বাড়ানোর আর্জি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও পাঠিয়েছেন ৷ সেই চিঠিতে তিনি পশ্চিমবঙ্গের টিকার কোটা বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন ৷

বাংলার জন্য টিকার বরাদ্দ বাড়াতে মোদিকে চিঠি অধীরের

আরও পড়ুন:টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

বর্তমান নিয়ম অনুযায়ী, টিকা সংস্থাগুলির থেকে 75 শতাংশ টিকা কিনে নেয় কেন্দ্রীয় সরকার ৷ এরপর তারা বিভিন্ন রাজ্যের জন্য টিকা বরাদ্দ করে টিকা পাঠায় ৷ উৎপাদিত টিকার বাকি 25 শতাংশ টিকা বেসরকারি হাসপাতালগুলি টিকা প্রস্তুতকারক সংস্থার থেকে কিনে নিতে পারে ৷ বিভিন্ন রাজ্যকে কেন্দ্র যে টিকা পাঠায়, তা নিয়ে আগেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল ৷ এ রাজ্যের জনসংখ্যা অনেক বেশি হওয়া সত্বেও কম টিকা পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অথচ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক বাংলার থেকে অনেক বেশি পরিমাণে টিকা পাচ্ছে বলে তাঁর অভিযোগ ।

আরও পড়ুন:ফের বাড়ল দৈনিক সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু

টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে গত 5 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের একটি চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীকে 2 পাতার একটি চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে আরও বেশি টিকা প্রয়োজন । এই নিয়ে রাজ্যের তরফ থেকে বারবার প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে । কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের কোনও সদিচ্ছা দেখা যাচ্ছে না । মুখ্যমন্ত্রীর কথায়, "গোটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক । পশ্চিমবঙ্গকে টিকা দেওয়ার ক্ষেত্রে বিমাতৃসূলভ আচরণ করছে কেন্দ্র ।"

ABOUT THE AUTHOR

...view details