দিল্লি, 15 ফেব্রুয়ারি: ''টুলকিট'' কাণ্ডে সমাজকর্মী দিশা রবিকে গ্রেপ্তারির ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি । তাঁর অভিযোগ, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য 22 বছরের যুবতিকে নিশানা করল স্বৈরাচারী সরকার । স্বাধীনচেতা মেয়েটিকে জেলে বন্দী করার ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হতাশারই প্রতিফলন বলে কটাক্ষ করেছেন তিনি ।
দিশা রবিকে গ্রেপ্তারের তীব্র সমালোচনা করে অধীর টুইটারে লিখেছেন, ''খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, 22 বছরের পরিবেশকর্মীকে নিশানা করল স্বৈরাচারী সরকার । কৃষকদের সাহায্য করার জন্য মেয়েটিকে নিশানা করাই ঠিক বলে মনে করল সরকার । একইরকমভাবে চিনকে উচিত শিক্ষা দিয়ে সাধারণ মানুষকে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার বদলে লাদাখে চিনের সামনে মাথা নীচু করাকেই শ্রেয় বলে মনে করেছিল সরকার ।''
এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে অধীর লিখেছেন, ''নরেন্দ্র মোদিজি, দেশের সত্যাগ্রহী কৃষকদের কাছে আপনার নৈতিক পরাজয় হয়ে গিয়েছে। স্বাধীনচেতা মেয়েটিকে জেলে বন্দী করাটা আপনার হতাশারই প্রতিফলন। আজ অথবা কাল দেশের নাগরিকরা আপনার প্রতি কাব্যিক ন্যায়বিচার করবেন।'' তিনি গ্রেটা থুনবার্গ ও দিশা রবির পাশে আছেন বলে জানিয়েছেন অধীর।
''টুলকিট'' কাণ্ডে রবিবার বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় 22 বছরের দিশা রবিকে। কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানাতে টুইটারে সেই ''টুলকিট'' শেয়ার করেছিলেন সমাজকর্মী গ্রেটা থুনবার্গ ও আরও কয়েকজন। এরপরই 4 ফেব্রুয়ারি তা নিয়ে একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ও হিংসার ঘটনাকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে এনেছিল গ্রেটার টুইট। দিল্লি পুলিশের দাবি, সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই সোশাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গিয়েছে ওই টুলকিট। এর থেকেই বোঝা যায়, 26 জানুয়ারির ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল। দিল্লি পুলিশের আরও দাবি, টুলকিটটির পিছনে থাকা সংস্থা পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নিকিতা জ্যাকবের সঙ্গে যোগাযোগ করে। তারা সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল কর্মসূচির আগে এই নিয়ে টুইট ঝড় তুলতে বলে নিকিতাকে। পুলিশের দাবি, ওই সংস্থা একটি খালিস্তানি দলের।