পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

adhir-chowdhury : অচল সংসদ, অলোচনা ছাড়া বিল পাস করছে কেন্দ্র, অভিযোগ অধীরের - Parliament

কোনওরকম আলোচনা ছাড়াই বিল পাস করিয়ে নিচ্ছে কেন্দ্র ৷ সোমবার টুইট করে এই অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ অন্যদিকে পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷

adhir chowdhury slams bjp central government
অচল সংসদ, অলোচনা ছাড়া বিল পাস করছে কেন্দ্র, অভিযোগ অধীরের

By

Published : Jul 26, 2021, 5:57 PM IST

কলকাতা, 26 জুলাই : পেগাসাস (Pegasus) ইস্যুতে প্রথম দিন থেকেই বাদল অধিবেশন অচল করে রেখেছে বিরোধীরা ৷ রোজই দফায় দফায় মুলতুবি হচ্ছে লোকসভা (Loksabha) ও রাজ্যসভা (Rajyasabha) ৷ এই পরিস্থিতির মধ্যেও কৌশলে কেন্দ্রীয় সরকার একাধিক বিল পাস করিয়ে নিয়েছে বলে অভিযোগ ৷ সোমবার টুইট করে এই অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury) ৷

তাঁর অভিযোগ, কোনওরকম আলোচনা ছাড়াই বিল পাস করিয়ে নিচ্ছে ৷ এমন একটা সময় সরকার এই কাজ করছে, যখন সংসদ অচল ৷ এই কাজ করে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) নির্বাচিত সাংসদদের সাংবিধানিক অধিকার খর্ব করছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর ব্যাখ্যা, সাধারণ মানুষের স্বার্থে যে কোনও বিলের আলোচনায় অংশগ্রহণ করা একজন নির্বাচিত সদস্যের সাংবিধানিক অধিকার ৷

আরও পড়ুন :Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে রাজ্যের তদন্তে স্বাগত কংগ্রেসের, কটাক্ষ বাম-বিজেপির

প্রসঙ্গত, গত 19 জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন (Monsoon Session) ৷ আর তার ঠিক আগের দিনই পেগাসাস বিতর্ক সামনে আসে ৷ যার মাধ্যমে বিভিন্ন লোকের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ ৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ৷ তাই এই নিয়ে লোকসভা ও রাজ্যসভায় রোজ বিক্ষোভ দেখাচ্ছে ৷

সরকার পক্ষের অভিযোগ, সংসদ সুষ্ঠুভাবে চালাতে দিচ্ছে না বিরোধীরা ৷ যদিও সরকারের সেই দাবি মানতে নারাজ কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) ৷ তিনিও এই নিয়ে টুইট করেছেন ৷ সেই টুইটে তিনি দাবি করেছেন যে, পেগাসাস ইস্যুতে একজোট বিরোধীরা ৷ আর সংসদ চলতে না দেওয়ার জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন সরকার পক্ষকেই ৷

আরও পড়ুন :Pegasus-Nabanna : কমিশন গড়ে আড়িপাতার তদন্ত করবে নবান্ন

তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে পেগাসাস নিয়ে আলোচনা করতে হবে ৷ আর এই বিষয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করতে হবে ৷ সংসদ চলছে না কারণ তারা বৈধ দাবির সঙ্গে সহমত হচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details