বালাসোর, 4 জুন: রবিবার সকালে বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে তিনি রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশেই পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন তিনি ৷ তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেসের আরেক নেতা এ চেল্লা কুমার ৷ এদিকে, ওড়িশায় গিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ তিনি ভুবনেশ্বর এইমসে যাবেন ৷ এছাড়া কটকে অন্য হাসপাতালগুলিও ঘুরে দেখার কথা মোদি মন্ত্রিসভার এই সদস্যের ৷ চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে, তা নিজের চোখে দেখবেন ৷
শুক্রবার 2 জুন সন্ধ্যা নাগাদ তিনটি ট্রেনের মধ্যে ধাক্কায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় ওড়িশার বালাসোরে বাহাঙ্গা বাজারে ৷ এই দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা 288 এবং জখম 900 ছাড়িয়ে গিয়েছে ৷ আহতদের মধ্যে 57 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ গতকালই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রেল অশ্বিনী বৈষ্ণব শনিবার ভোরেই বালাসোরে পৌঁছন ৷ তাঁকে সারাদিনই ঘটনাস্থলে দেখা গিয়েছে ৷ প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে এলআইসি, একাধিক ছাড়ের ঘোষণা