পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir Writes to EC: 'সোনিয়া গান্ধি সম্পর্কে মিথ্যে কথা বলছেন মোদি', নির্বাচন কমিশনকে চিঠি অধীরের - Karnataka Election latest News

আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ কংগ্রেস ও বিজেপির মধ্যে জোরদার লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যে সোনিয়া গান্ধির করা মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন অধীর চৌধুরী ৷

Sonia Gandhi and Narendra Modi Controversy
সোনিয়া গান্ধি ও নরেন্দ্র মোদি বিতর্ক

By

Published : May 10, 2023, 7:30 AM IST

কলকাতা, 10 মে:প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সম্পর্কে মিথ্যা ও অসম্মানজনক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অভিযোগে মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিল কংগ্রেস ৷ নির্বাচনী বিধি ভঙ্গের কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই বিতর্কের সূচনা কর্ণাটকের নির্বাচনী প্রচারে ৷ 6 মে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে বলেন, "কর্ণাটকের মর্যাদা, সার্বভৌমত্ব অথবা অখণ্ডতার প্রতি কোনওরকম হুমকিকে কংগ্রেস মেনে নেবে না ৷" তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর দিনই মোদি কর্ণাটকে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধির 'কর্ণাটকের সার্বভৌম রক্ষা' নিয়ে প্রশ্ন তোলেন ৷ নেত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে সংসদে রয়েছেন তবু তিনি জানেন না সার্বভৌম শব্দের অর্থ কী !

সোনিয়া গান্ধিকে আক্রমণ করে মোদি বলেন, "কোনও দেশ স্বাধীন হয়ে গেলে, সেক্ষেত্রে সার্বভৌম কথাটি প্রযোজ্য হয় ৷ কিন্তু এখানে কর্ণাটকের সার্বভৌম রক্ষার কথা বলছে কংগ্রেস ৷ এর মানে কংগ্রেস কর্ণাটককে ভারত থেকে বিচ্ছিন্ন বলে মনে করে ৷" তিনি আরও জানান, কংগ্রেস প্রকাশ্যে কর্ণাটককে ভারত থেকে আলাদা করার পক্ষে রায় দিচ্ছে ৷ মোদি কংগ্রেসকে ফের 'টুকরে টুকরে গ্যাং' বলে তুলোধনা করেন ৷ তিনি জানান, এই গ্যাং এতদূর পর্যন্ত পৌঁছে যাবে, তা তিনি ভাবতেও পারেননি ৷ এরপর বিজেপি নির্বাচন কমিশনের কাছে সোনিয়া গান্ধির মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করে ৷

মঙ্গলবার নির্বাচন কমিশনও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কংগ্রেস নেত্রীর করা মন্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ৷ তারপরই অধীর চৌধুরীর পালটা এই পদক্ষেপ ৷ চিঠিতে বহরমপুরের সাংসদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ তিনি কর্ণাটকে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধিকে নিয়ে মিথ্যা এবং অবমাননাকর মন্তব্য করেছেন ৷ মোদির উদ্দেশ্য, কংগ্রেস নেত্রীকে অপমান করা এবং কর্ণাটকের বাসিন্দাদের সম্মান ও গর্বকেও ক্ষুণ্ণ করা ৷

নির্বাচন কমিশনকে অধীর চৌধুরীর লেখা চিঠি

ভোট বিশেষজ্ঞদের একাংশের ভবিষ্যদ্বাণী, কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপিকে হঠিয়ে ক্ষমতায় আসতে পারে ৷ তার আগাম আভাস পেয়ে বিজেপি কিছুটা ভীত ৷ আর সেই সূত্র ধরেই কংগ্রেসের দাবি, হারের গন্ধের আঁচ পেয়েই বিজেপির নেতারা এই ধরনের নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছেন ৷ উল্লেখ্য, আজ বুধবার 224 আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷

আরও পড়ুন: কর্ণাটকে সোনিয়ার বিতর্কিত মন্তব্যের জের, কংগ্রেসকে নোটিশ নির্বাচন কমিশনের

ABOUT THE AUTHOR

...view details