কলকাতা, 10 মে:প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির সম্পর্কে মিথ্যা ও অসম্মানজনক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অভিযোগে মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিল কংগ্রেস ৷ নির্বাচনী বিধি ভঙ্গের কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এই বিতর্কের সূচনা কর্ণাটকের নির্বাচনী প্রচারে ৷ 6 মে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে বলেন, "কর্ণাটকের মর্যাদা, সার্বভৌমত্ব অথবা অখণ্ডতার প্রতি কোনওরকম হুমকিকে কংগ্রেস মেনে নেবে না ৷" তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর দিনই মোদি কর্ণাটকে নির্বাচনী প্রচারে সোনিয়া গান্ধির 'কর্ণাটকের সার্বভৌম রক্ষা' নিয়ে প্রশ্ন তোলেন ৷ নেত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে সংসদে রয়েছেন তবু তিনি জানেন না সার্বভৌম শব্দের অর্থ কী !
সোনিয়া গান্ধিকে আক্রমণ করে মোদি বলেন, "কোনও দেশ স্বাধীন হয়ে গেলে, সেক্ষেত্রে সার্বভৌম কথাটি প্রযোজ্য হয় ৷ কিন্তু এখানে কর্ণাটকের সার্বভৌম রক্ষার কথা বলছে কংগ্রেস ৷ এর মানে কংগ্রেস কর্ণাটককে ভারত থেকে বিচ্ছিন্ন বলে মনে করে ৷" তিনি আরও জানান, কংগ্রেস প্রকাশ্যে কর্ণাটককে ভারত থেকে আলাদা করার পক্ষে রায় দিচ্ছে ৷ মোদি কংগ্রেসকে ফের 'টুকরে টুকরে গ্যাং' বলে তুলোধনা করেন ৷ তিনি জানান, এই গ্যাং এতদূর পর্যন্ত পৌঁছে যাবে, তা তিনি ভাবতেও পারেননি ৷ এরপর বিজেপি নির্বাচন কমিশনের কাছে সোনিয়া গান্ধির মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করে ৷