পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষি আইন প্রত্যাহারে মোদি কিছু না বলায় কংগ্রেসের ওয়াকআউট, দাবি অধীরের

লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে কৃষি আইন প্রত্যাহার নিয়ে সদর্থক কোনও বার্তা ছিল না৷ তাই কংগ্রেস ওয়াকআউট করেছে৷ বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে এই কথা বললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷

By

Published : Feb 10, 2021, 8:37 PM IST

অধীররঞ্জন চৌধুরী
অধীররঞ্জন চৌধুরী

দিল্লি, 10 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ চলাকালীন কংগ্রেসের সাংসদরা ওয়াকআউট করেন লোকসভা থেকে৷ প্রধানমন্ত্রী বুধবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ সংক্রান্ত জবাবি বক্তৃতা দিচ্ছিলেন৷ সেই সময় বিরোধী সাংসদদের ওয়াকআউট কার্যত নজিরবিহীন৷

কিন্তু কেন কংগ্রেস ওয়াকআউট করল, তার ব্যাখ্যা সংসদের বাইরে দাঁড়িয়ে দিয়েছেন লোকসভায় তাদের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ তাঁর দাবি, কৃষি আইন প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলবেন বলে তাঁরা আশা করেছিলেন৷ কিন্তু তা না হওয়ায় দলের সাংসদদের নিয়ে তিনি লোকসভা ছেড়ে বেরিয়ে আসেন৷

অধীর চৌধুরীর অভিযোগ, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালীন এখনও পর্যন্ত 206 জন কৃষক মারা গিয়েছেন৷ এই নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নিজের ভাষণে বলেছেন যে এই আইনের ফলে কারও লাভ হচ্ছে, কারও ক্ষতি হচ্ছে৷ তাই অধীর চৌধুরীর প্রশ্ন, ‘‘কেন এমন আইন আসবে? এমন আইন আনতে হবে যা সকলের কাজে আসবে৷’’

তিনি জানিয়েছেন, কেন্দ্র এই আইন 18 মাস স্থগিত করতে রাজি৷ তাহলে এই আইন কেন প্রত্যাহার করা হবে না৷ তাঁর প্রস্তাব, কৃষকদের সঙ্গে কথা বলে নতুন কৃষি আইন তৈরি করা হোক৷ অধীর চৌধুরী জানিয়েছেন, কৃষকরা এই আইন প্রত্যাহ্যার চায়৷ তাঁরা আর কিছু চায় না৷

উল্লেখ্য, বুধবার লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের জবাবি ভাষণ দেন৷ তিনি যখন কৃষি আইনের প্রসঙ্গ তোলেন, তখন বিরোধীরা বিক্ষোভ শুরু করে৷ অধীর চৌধুরী-সহ আরও অনেকে বারবার প্রধানমন্ত্রীর বক্তৃতায় বাধা দান করেন৷ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আওয়াজ তোলেন৷ এই আইন বাতিলের দাবিতে সরব হন৷ বারবার প্রধানমন্ত্রীকে নিজের আসনে বসতে দেখা যায়৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও সভার কাজ স্বাভাবিক করার চেষ্টা করেন৷

আরও পড়ুন :কৃষি আইন নিয়ে বিক্ষোভ, মোদির ভাষণ চলাকালীন কংগ্রেসের ওয়াক আউট

এর পর প্রধানমন্ত্রী কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরার কাজ শুরু করতেই লোকসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা৷ তার আগে অবশ্য বিরোধীদের হট্টগোল থামাতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অধীররঞ্জনজি এবার বেশি হয়ে যাচ্ছে....৷’’ তার পর মজা করে অধীর চৌধুরীর উদ্দেশ্যে জানান যে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে অনেক বেশি প্রচার পেয়ে গেলেন৷

ABOUT THE AUTHOR

...view details