দিল্লি, 9 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলার মণীষীদের শ্রদ্ধা দেখানোর পরিমাণ বেড়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে৷ সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশেষ করে ইদানীং মোদির বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ বারবার এসেছে৷ সোমবার লোকসভায় সেই কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷
তাঁর কথায়, ‘‘এখন রবীন্দ্র প্রেমীর সংখ্যা বেড়ে গিয়েছে৷’’ এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্বন্ধে তিনি বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রীকে তো মাঝে মাঝে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে মনে হয়৷’’ তাঁর এই কথা শুনে সাংসদদের মধ্যে অনেকে হেসে ফেলেন৷ তখন প্রধানমন্ত্রীও সংসদে উপস্থিত ছিলেন৷