লখনউ, 9 নভেম্বর: মুরাদাবাদ আদালতের অতিরিক্ত বিচারক এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ (Additional Judge of Moradabad Court Beaten by Miscreants) ৷ গাজিপুরের সরোজিনীনগরের পারা এলাকায় বিচারক সোমনাথ সিংয়ের একটি জমির সীমানার পাঁচিল দুষ্কৃতীরা 'ভেঙে দেয়' ৷ খবর পেয়ে বিচারক এবং তাঁর স্ত্রী সেখানে গেলে, সেই দুষ্কৃতীরা সোমনাথ সিং এবং তাঁর স্ত্রীকে মারধর করে ৷ অভিযোগ তাঁদের সোনার চেন ও লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র এবং বিচারকের নিরাপত্তারক্ষীর রাইফেল অভিযুক্তরা ছিনিয়ে নিয়েছে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছে বিচারকের স্ত্রী ৷ তাঁর মাথা ফেটে গিয়েছে ৷
অভিযোগ, গত 2 নভেম্বর রাতে বিচারকের জমির পাশের বসবাসকারী আব্বাস এবং তাঁপ পরিবার-সহ অন্যান্য লোকজন পাঁচিল ভেঙে দেয় এবং সেখানে রাখা 60 বস্তা সিমেন্ট, বালি এবং অন্য সামগ্রী লুঠ করে নেয় ৷ এই ঘটনার খবর পেয়ে তিনি গত 3 নভেম্বর পারায় তাঁর জমির পরিস্থিতি দেখতে যান ৷ অভিযোগ উঠেছে, তিনি এবং তাঁর স্ত্রী সেখানে পৌঁছলে, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ও লাঠি নিয়ে তাঁদের উপরে চড়াও হয় ৷ তাঁদের বেধড়ক মারধর করা হয় ৷ এমনকী বিচারককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷