হায়দরাবাদ, 8 মে: মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ৷ জল্পনা চলছে টেসলা প্রধানের এরপরের লক্ষ্য কী, তা নিয়ে ৷ ভারতে কী বিনিয়োগ করবেন মাস্ক, এদেশে তাঁর সংস্থা টেসলা আসবে কি না তা জানতেও উৎসাহের শেষ নেই ৷ এমতাবস্থায় এবার মাস্ককে ভারতে বিনিয়োগের আবেদন জানালেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla suggests Elon Musk to bring Tesla business to India) ৷ ভারতে তাঁর বিনিয়োগ যে সেরা বিনিয়োগ হতে পারে তাও ইলন মাস্ককে মনে করিয়ে দিয়েছেন সেরাম প্রধান ৷
টুইটে ইলন মাস্ককে ট্যাগ করে রবিবার আদর পুনাওয়ালা (Serum Institute CEO Adar Poonawalla) লেখেন, "আপনি যদি টুইটার কিনেই থামতে না চাও তাহলে ভারতেও কিছু অর্থ বিনিয়োগ করে এখানে টেসলার গাড়ি তৈরি করতে পারেন ৷ আমি কথা দিতে পারি এই বিনিয়োগ এখনও পর্যন্ত তোমার সেরা বিনিয়োগ হবে ৷" যদিও এর কোনও উত্তর এখনও দেননি ইলন মাস্ক ৷