কোলার (কর্ণাটক)16 এপ্রিল: কর্ণাটকে ভোটের প্রচারে বিতর্কিত মন্তব্যের জন্য মানহানির মামলায় দিনকয়েক আগেই তাঁকে সাজা শুনিয়েছে আদালত ৷ তার জেরে খোয়াতে হয়েছে সাংসদ পদ ৷ এত কাণ্ডের পর সেই কর্ণাটকে গিয়েই ফের কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ রবিবার কর্ণাটকের কোলারে আদানি "দুর্নীতি" ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷
এই কোলারেই 2019 সালে নির্বাচনী প্রচারে এসে মোদি উপাধি সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি ৷ যার জন্য ফৌজদারি মানহানি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ বাতিল করা হয় তাঁর সাংসদ পদ ৷ সেই ঘটনার পর এটাই প্রথম কর্ণাটক সফর রাগার ৷ 29 মার্চ সে রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর প্রচার পর্ব সারতে কর্ণাটকে গিয়েছেন রাহুল গান্ধি ৷ সেখানে 'জয় ভারত' সমাবেশে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল বলেন, আদানি হল দুর্নীতির প্রতীক ৷
10 মে বিধানসভা নির্বাচন হতে চলেছে কর্ণাটকে ৷ এ বার কংগ্রেস ক্ষমতায় আসবে বলে আস্থা প্রকাশ করেছেন সনিয়া-পুত্র ৷ তিনি বলেন যে, দল সরকার গঠনের পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের মূল নির্বাচনী প্রতিশ্রুতিগুলি অনুমোদন করবে এবং সেগুলি বাস্তবায়নের পথ প্রশস্ত করবে । রাহুলের কথায়, "আমি খুব আনন্দিত যে কংগ্রেস দল কর্ণাটক বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে ৷"