নয়াদিল্লি, 14 অগস্ট: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের করা অভিযোগের তদন্ত শেষ করতে সুপ্রিম কোর্টের কাছে আরও 15 দিন সময় চাইল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)৷ সেবি তার নতুন আবেদনে শীর্ষ আদালতকে জানিয়েছে যে, উল্লিখিত 24টি তদন্ত/পরীক্ষার মধ্যে 17টি সম্পূর্ণ এবং সেবির বিদ্যমান অনুশীলন ও পদ্ধতি অনুসারে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত ৷ সেবি তদন্তের শেষে রিপোর্ট দাখিল করার জন্য 15 দিনের সময় বা শীর্ষ আদালত উপযুক্ত বলে মনে করছে এমন দিন অর্থাৎ সময় বাড়ানোর আবেদন করেছে ।
11 জুলাই হিন্ডেনবার্গ-আদানি বিতর্কের চলমান তদন্তের অবস্থা সম্পর্কে সেবির কাছে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত বলে যে, তদন্তটি 14 অগস্টের মধ্যে শেষ করতে হবে । সুপ্রিম কোর্ট তখন পর্যবেক্ষণে বলেছিল যে, আদালত অবশ্যই জানতে চায় যে কোন পরিস্থিতিতে অস্বচ্ছ কাঠামোর সংজ্ঞা অপসারণের জন্য বিধিগুলি সংশোধন করা হয়েছিল ৷ আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগের তদন্তের আবেদনকারীর পক্ষে লড়া আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেছিলেন যে, সেবি লেনদেনের স্তরগুলিতে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারে কারণ সংশোধনীগুলি করা হয়েছে ৷ উদাহরণস্বরূপ উপকারী মালিকদের সংজ্ঞা ।