মুম্বই, 30 নভেম্বর: মহারাষ্ট্রের 557 একর আয়তনের এশিয়ার বৃহত্তম ধারাভি বস্তির উন্নয়ন (Dharavi Redevelopment project) করবে আদানি গোষ্ঠী (Adani Group)। আদানি গ্রুপ (Adani Group Wins Bid) সর্বোচ্চ 5000 কোটি টাকার দর দিয়েছিল । দরপত্রে তিনটি কোম্পানি ছিল । আদানি গোষ্ঠী সর্বোচ্চ দাম দিয়ে এই টেন্ডার পাওয়া নিশ্চিত করে ।
2004, 2009 ও 2011 সালে ধারাভি বস্তির পুনর্নির্মাণের জন্য তিনবার দরপত্র আহ্বান করা হয়েছিল । কিন্তু কোনও বড় শিল্পগোষ্ঠী তাতে সাড়া দেয়নি । এরপর 2016 সালেও কোনও শিল্পগোষ্ঠী দরপত্র দেয়নি । 2018 সালে আন্তর্জাতিক স্তরে ধারাভি পুনর্নির্মাণ প্রকল্পের জন্য আবার দরপত্র আহ্বান করা হয় । সে জন্য দুবাইয়ের সেকিলিংক কোম্পানি সর্বোচ্চ দর দেয় । তবে তৎকালীন অ্যাডভোকেট জেনারেলের সুপারিশ অনুসারে 2020 সালের অক্টোবরে বিডটি বাতিল হয়ে যায় । এই দরপত্রে সবচেয়ে বেশি দাম দিয়েছিল দুবাইয়ের একটি কোম্পানি । আদানি শিল্পগোষ্ঠী কম দাম দিয়েছিল ।