পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adani Group Shares Fall: 7 দিনে 20 শতাংশ শেয়ার পড়ল আদানি গোষ্ঠীর - Adani Group Shares Price

আদানি গোষ্ঠীর বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায় শেয়ারদর পড়ার প্রক্রিয়া সপ্তমদিনেও জারি (Adani Group Shares Fall) ৷ গত একবছরে সবচেয়ে আদানি গোষ্ঠীর শেয়ার ৷

Adani Group Shares Fall ETV BHARAT
Adani Group Shares Fall

By

Published : Feb 3, 2023, 12:43 PM IST

Updated : Feb 3, 2023, 1:02 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: লাগাতার সাতদিন আদানি গোষ্ঠীর শেয়ারদরের পতন ৷ আর সপ্তদিনের পতনের পর 1 বছরের সবচেয়ে নিচে নামল আদানিদের শেয়ারের দর ৷ এই 7 দিনের মধ্যে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার মোট শেয়ারদর 20 শতাংশ পড়ে গিয়েছে (Adani Group Shares 20 Per Cent Down As 7th days Running) ৷ অর্থাৎ, 1 হাজার 173 টাকা 55 পয়সা এখনও পর্যন্ত আদানি গোষ্ঠীর শেয়ারের দাম পড়েছে ৷ এর মধ্যে রয়েছে আদানি পোর্টস ট্যাঙ্কড, আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার-সহ একাধিক ব্র্যান্ড ৷

আদানি পোর্টস ট্যাঙ্কড এর শেয়ার 10 শতাংশ পড়েছে ৷ আদানি ট্রান্সমিশন 10 শতাংশ, আদামি গ্রিন এনার্জি 10 শতাংশ, আদানি পাওয়ার 5 শতাংশ, আদানি টোটাল গ্যাস 5 শতাংশ, আদানি উইলমার 4.99 শতাংশ, এনডিটিভি 4.98 শতাংশ, এসিসি 4.24 শতাংশ এবং অম্বুজা সিমেন্টের 3 শতাংশ শেয়ারদর পড়েছে গত 7 দিন ৷ এদিন সকালে দালাল স্ট্রিটের শেয়ারবাজার খুলতেই আদানি গোষ্ঠীর বিভিন্ন ছোট-বড় ব্যবসার দর পড়তে শুরু করে ৷

আজ সকালে আদানি গোষ্ঠীর শেয়ারদর নেমে গত 1 বছরের সবচেয়ে নিচে নেমে আসে ৷ উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাজারের এই পতন সামাল দিতে পিএফও প্রত্যাহার করে নেন ৷ একটি ভিডিয়ো বার্তায় সংস্থার তরফে এই ঘোষণ করেন গৌতম আদানি ৷ সেখানে তিনি বলেন, ‘‘আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সংস্থা এফপিও প্রত্যাহার করে নিচ্ছে ৷ এই মুহূর্তে তৈরি হওয়া একটি অস্থির পরিস্থিতি সামাল দিতে এবং সংস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য ৷’’

আরও পড়ুন:বাজার অস্থির, তাই এফপিও প্রত্যাহারের সিদ্ধান্ত ! ভিডিয়ো বার্তায় দাবি আদানির

প্রসঙ্গত, গত 23 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে ৷ সেখানে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী কয়েক দশক ধরে শেয়ার ম্যানিপুলেশন ও অ্যাকাউন্ট জালিয়াতি করছে ৷ এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই আদানি গোষ্ঠীর শেয়ারদর কমেছে ৷ দেশ ও বিদেশের বাজারে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গোষ্ঠীর ৷ এমনকি বিশ্বের প্রথম দশ ধনী ব্যক্তির তালিকা থেকে নেমে গিয়েছেন সংস্থার কর্ণধার গৌতম আদানি ৷ এবার তার প্রভাব আদানি গোষ্ঠীতে বিনিয়োগকারী অন্যান্য সংস্থার উপরে পড়ছে ৷

Last Updated : Feb 3, 2023, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details