পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adani Group: ভারতের সবথেকে লাভজনক সিমেন্ট উৎপাদক হতে প্রস্তুত আদানি গোষ্ঠী - আদানি গোষ্ঠী

সদ্য অম্বুজা সিমেন্টস এবং এসিসি-কে কিনে নিয়েছে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) সংস্থা আদানি গোষ্ঠী (Adani Group) ৷ এবার তাদের লক্ষ্য, ভারতের সবথেকে লাভজনক সিমেন্ট উৎপাদক সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা ৷

Adani Group set to become most profitable cement manufacturer in India
Adani Group: ভারতের সবথেকে লাভজনক সিমেন্ট উৎপাদক হতে প্রস্তুত আদানি গোষ্ঠী

By

Published : Sep 19, 2022, 1:59 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর:দুরন্ত গতিতে এগিয়ে চলেছে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) সংস্থা আদানি গোষ্ঠী (Adani Group) ৷ দিন কয়েক আগেই অম্বুজা সিমেন্টস এবং এসিসি-কে কিনে নেয় তারা ৷ আর এবার গৌতম আদানি ঘোষণা করলেন, তাঁদের সংস্থা সিমেন্টের উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ একইসঙ্গে, আদানি গোষ্ঠীকে ভারতের সবথেকে লাভজনক সিমেন্ট উৎপাদক সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করারও লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৷

ওয়াকিবহাল মহলের বক্তব্য হল, ইদানীংকালে ভারতে নির্মাণ শিল্পের অগ্রগতি হয়েছে ৷ ফলে সিমেন্টের চাহিদা বেড়েছে বহু গুণ ৷ একই সময়ে বহু সরকারি প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনেও এমন অনেক প্রকল্পের কাজ হবে ৷ সেকথা বুঝেই গৌতম আদানি সিমেন্ট ব্যবসার এই সম্প্রসারণ করছেন বলে মত সংশ্লিষ্ট মহলের ৷ কারণ, অদূর ভবিষ্যতে এই সিমেন্টের ব্যবসা তাঁকে বিরাট মুনাফা দেবে ৷

আরও পড়ুন:সামনে শুধু মাস্ক, বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন আদানি

অম্বুজা সিমেন্টস এবং এসিসি কিনে নেওয়ার পর গত 17 সেপ্টেম্বর এই উপলক্ষে আয়োজিত একটি সম্মেলনে ভাষণ দেন গৌতম আদানি ৷ সেখানেই তিনি জানান, এই অধিগ্রহণের পর তাঁদের সংস্থা দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদক সংস্থায় পরিণত হয়েছে ৷ উল্লেখ্য, গত সপ্তাহেই আদানি গোষ্ঠী সংশ্লিষ্ট দু'টি সংস্থার অংশিদারিত্ব কিনে নেয় ৷ সুইৎজারল্য়ান্ডের সংস্থা হলকিমের কাছ থেকে এই অংশিদারিত্ব কেনা হয় ৷ এই ঘটনাকে ঐতিহাসিক বলে দাবি করেছেন গৌতম ৷ তিনি জানান, নির্মাণ ক্ষেত্রে এর আগে এত বেশি পরিমাণে অন্য সংস্থার অংশিদারিত্ব কেউ কখনও কেনেনি !

গত 17 সেপ্টেম্বরের অনুষ্ঠানে গৌতম আদানি যে বক্তৃতা দিয়েছিলেন, সোমবার সেটি বিবৃতি আকারে প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "এই মুহূর্তে আধুনিক পৃথিবীতে যে মহান অর্থনৈতিক বৃদ্ধি শুরু হয়েছে, ভারত তার শিখরে রয়েছে ৷ আর এমন একটি গুরুত্বপূর্ণ সময়েই আমরা এই ক্ষেত্রে পদার্পণ করলাম ৷"

তবে, অর্থনৈতিক বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, সিমেন্টের ব্যবসায় ঢোকার পিছনে গৌতম আদানির নিজের কিছু যুক্তি রয়েছে ৷ তাঁর বক্তব্য, বিশ্বের সিমেন্ট উৎপাদক দেশগুলির মধ্যে ভারতের স্থান দ্বিতীয় ৷ অথচ, চিনে যেখানে মাথাপিছু সিমেন্টের চাহিদা 1 হাজার 600 কেজি ৷ সেখানে ভারতে এই পরিমাণটা মাত্র 250 কেজি ৷ কিন্তু, এই চাহিদা দ্রুত বাড়বে বলে জানিয়েছেন গৌতম ৷ উপরন্তু, বিভিন্ন সরকারি প্রকল্পের জন্যও আগামী দিনে প্রচুর পরিমাণে সিমেন্টের জোগান অব্যাহত রাখতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details