পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adani Group on Mahua Moitra: মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্কে বিবৃতি আদানি গোষ্ঠীর, আনা হল চক্রান্তের অভিযোগ - আদানি গোষ্ঠী

এক বাণিজ্যিক সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে অর্থের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গে মহুয়া পালটা টেনেছেন আদানি গোষ্ঠীর প্রসঙ্গও ৷ এবার বিবৃতি দিল আদানি গোষ্ঠী ৷

ETV Bharat
মহুয়া মৈত্র

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 11:05 PM IST

Updated : Oct 18, 2023, 3:54 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর:তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকেও চিঠি দিয়েছেন তিনি ৷ এই অভিযোগ ঘিরে বর্তমানে শোরগোল পড়েছে জাতীয় রাজনীতিতে ৷ মূল অভিযোগ, একটি ব্যবসায়িক গোষ্ঠীকে সাহায্য করতেই সেই সংস্থার কর্তা দর্শন হিরানন্দানির থেকে নগদ অর্থ, উপহারের বিনিময়ে নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র ৷ এই বিতর্কে উঠে এসেছে আদানি গোষ্ঠীর নামও ৷ মহুয়ার দাবি, তিনি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মুখ খুলেছেন, প্রশ্ন করেছেন বলেই বিজেপি তাঁর বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ এনেছে ৷

এই বিষয়ে এবার প্রতিক্রিয়া দেওয়া হল আদানি গোষ্ঠীর তরফে ৷ এক বিবৃতিতে বলা হয়েছে, বাজারে তাদের সুনাম ও খ্যাতি নষ্ট করার জন্য কয়েকজন ব্যক্তি অনেক চক্রান্ত করছেন ৷ তাদের বিবৃতিতে মহুয়া মৈত্র ও দর্শন হিরানন্দানির নামও করেছে আদানি গোষ্ঠী ৷ আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই সিবিআই'কে এই প্রসঙ্গে মহুয়ার বিরুদ্ধে যে চিঠি লিখেছেন তারও উল্লেখ করে আদানির এই বিবৃতিতে বলা হয়েছে, হিরানন্দানি গোষ্ঠীর থেকে মহুয়া সুবিধা নিয়েছেন ৷ তাদের দাবি, 2018 সাল থেকে গৌতম আদানি ও সংস্থার বিরুদ্ধে এই চক্রান্ত চলছে ৷ এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়অনন্ত দেহাদ্রাই সিবিআই-এর কাছে যে অভিযোগ করেছেন, তাও উল্লেখ করা হয়েছে আদানি গোষ্ঠীর বিবৃতিতে ৷

আরও পড়ুন: এবার অশ্বিনী বৈষ্ণবের কাছে সব সাংসদের অবস্থান ও লগইনের যাবতীয় তথ্য প্রকাশের আর্জি মহুয়ার

এর জবাবে হিরানন্দানি গোষ্ঠী তরফে বলা হয়েছে, তারা ব্যবসা করেন, রাজনীতির ব্যবসার সঙ্গে তারা যুক্ত নয় ৷ দেশের স্বার্থে সরকারের সঙ্গে সহযোগিতা রেখে সংস্থা কাজ করে চলছে, ভবিষ্যতেও তাই করে যাবে ৷ অন্যদিকে, মহুয়া মৈত্র ইতিমধ্যেই দাবি করেছেন তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ ৷ তৃণমূলের সাংসদের দাবি, নিশাকান্ত দুবের জাল ডিগ্রি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন বলেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে ৷

Last Updated : Oct 18, 2023, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details