নয়াদিল্লি, 18 জুলাই: হিন্ডেনবার্গ রিপোর্ট পুরোপুরি ভুল তথ্যে ভরা ৷ এমনটাই জানালেন শিল্পপতি গৌতম আদানি ৷ এই রিপোর্টে ভিত্তিহীন অভিযোগ তুলে ধরা হয়েছে ৷ আদানি গোষ্ঠীর বার্ষিক সভায় তিনি আমেরিকার একটি শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্ট নিয়ে এই কথা জানান ৷ উল্লেখ্য, সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি সুপ্রিম কোর্টে আদানির পক্ষেই রিপোর্ট দিয়েছে ৷
উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের ঠিক আগে গৌতম আদানির সংস্থাকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ ৷ এই রিপোর্টে তোলপাড় হয়ে যায় দেশের রাজনীতি ৷ লোকসভায় শিল্পপতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তৎকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ বিরোধীরাও এই প্রশ্নে সরব হয় ৷ মার্কিন শর্ট সেলার সংস্থার রিপোর্টে দাবি করা হয়, গৌতম আদানির সংস্থাটি শেয়ারে কারচুপি করেছে ৷ দেশের বাইরে অনেক জায়গায় তাদের বেনামে কোম্পানি রয়েছে ৷ এ নিয়ে জল গড়ায় সুপ্রিমে কোর্টে ৷
আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
মঙ্গলবার আদানি জানান, এবছরের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করেছে ৷ তাঁর মতে, এই শর্ট সেলার সংস্থাটি যেন আগে থেকে পরিকল্পনা করেই এই কাজ করেছে ৷ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ যেন তাদের রিপোর্টই দেখবে ৷ তিনি বলেন, "এই রিপোর্ট একটা নিশানা ৷ ভুল তথ্য এবং ভিত্তিহীন অভিযোগের উপর তৈরি ৷ এই তথ্যগুলির বেশির ভাগ 2004-15 সালের ৷"